জুলাই ফাউন্ডেশনে নতুন সিইও, শহীদের বাবা বললেন ‘মানি না’
Published: 8th, May 2025 GMT
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল। তিনি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের স্থলাভিষিক্ত হলেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এদিকে সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের বিরোধিতা করে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য
ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসহাবুল ইয়ামিনের বাবা মো.
তিনি বলেন, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আমরা মানি না। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকে দিতে হবে। তাদের মধ্যে যোগ্য লোক রয়েছে।
তিনি বলেন, বোর্ড সভায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করা হলে তিনি আপত্তি করেন। এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তাকে তিরস্কার করে কথা বলেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমাদের রক্ত বৃথা যায়নি
গতবছর জুলাই মাসের দিনগুলো যেমন ছিল ভয়ের; তেমনি আবেগ ও অর্জনের। ১৪ জুলাই বিকেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উদ্দেশ্য করে ‘রাজাকার’ বলেন। এর কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে। আমি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। হলের মেয়েরা রাত আনুমানিক সাড়ে ১০টায় হলের মাঠে চলে আসে, তালা ভেঙে হল থেকে বের হয়ে আসে।
১৫ জুলাই দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিল হয়। অনেকক্ষণ রাজুতে অবস্থান করার পর আমরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যেতে থাকি। এক পর্যায়ে সবাই রেজিস্ট্রার বিল্ডিং পর্যন্ত যাই। হঠাৎ দেখলাম, ছাত্রলীগের ছেলেরা আমাদের ওপর হামলা চালাচ্ছে। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা ভিসি চত্বর, না-হয় শহীদ মিনারে অবস্থান করব। আমরা ভিসি চত্বর পর্যন্ত আসতেই ছাত্রলীগের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের দিকে তেড়ে আসে। আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি।
আমরা দৌড়াতে থাকি; কিন্তু পালানোর জায়গা নেই। সবাই জটলা হয়ে ভিসি চত্বরের বাসের পেছনে দাঁড়াচ্ছিল। আমিও ওখানে যাই, সেখানে দাঁড়াতেই পেছন থেকে আমার মাথায় রড দিয়ে আঘাত করা হয়। আমার কানের ভেতর একটা বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি। তখন ভেবে নিয়েছিলাম, হয়তো মারা যাচ্ছি। হাত থেকে কখন ফোন পড়ল তারও খেয়াল নেই। অনেকক্ষণ নিচে পড়ে থাকার পর এক ভাই আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার অনেক কিছুই আমার মনে নেই। মাথায় ১০টা সেলাই দেওয়া হয়। জ্ঞান ফেরার পর মনে মনে ভাবছিলাম, আল্লাহ এটা যেন সবটাই কোনো দুঃস্বপ্ন হয়!
যে ভাই আমায় হাসপাতালে নিয়ে এসেছিলেন, জ্ঞান ফেরার পর তিনি আমার কাছে ফোন নাম্বার চান। কোনো নাম্বার মনে পড়ছিল না। কীভাবে যেন আমার বড় ভাইয়ের নাম্বার দিয়েছিলাম আমি নিজেও জানি না। পরে আমাকে তিনি জিজ্ঞেস করছিলেন, তোমার নাম কী? প্রথমে নিজের নামটাও পর্যন্ত বলতে পারছিলাম না, কিছুই মনে করতে পারছিলাম না। এরপর জানতে পারলাম আমার ফোনটা হারিয়ে গিয়েছে। আমার ফোনে ফোন দিয়ে জানতে পারলাম জহুরুল হলের এক ছোট ভাই ফোনটি পেয়েছে। কিছুক্ষণ পর আমার বড় বোন (বুবুর) এক কাজিনকে ফোন করে বলেন ঢাকা মেডিকেলে গিয়ে আমাকে নিয়ে আসার জন্য। বুবুর বাসা মহাখালী, সেখানে যাওয়ার সময় সিএনজিতে আমি বমি করি, সোজা হয়ে বসতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম– এই বুঝি মরে গেলাম! ইউনিভার্সাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেতেই অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর ডাক্তাররা বলেন, যত দ্রুত সম্ভব সিটি স্ক্যান করতে হবে, কারণ এরই মধ্যে বমি হয়েছে এবং হাসপাতালে ভর্তি হতে বললেন। সেখানে প্রচুর খরচ হওয়ার ভয়ে আর ভর্তি হইনি। বুবুর বাসায় যাওয়ার সময় আবার বমি করি। বুবুর মনে ভয় হতে থাকে। আমার নিজেরও মনোবল ভেঙে যেতে থাকে।
বাসায় নেওয়ার পর যখন আমাকে গোসল করাল পুরো বাথরুম তখন রক্তে লাল হয়ে যায়, যেন রক্তের বন্যা! বুবু আমাকে গোসল করানোর সময় বলেছিল– ‘ফরজ গোসল করে নে যদি মরে যাস!’ এই কথাটা এখনও মনে হলে বুক কেঁপে ওঠে, বড় বোনের কতটা অসহায় অবস্থা হলে তার মনে এই ভয় আসে!
বাসায় যাওয়ার পর থেকে যে পরিমাণ মাথায় যন্ত্রণা, তার থেকে বেশি ঘাড়ে যন্ত্রণা। এ জন্য উঠে দাঁড়াতে পারতাম না। মাথার শখের চুলগুলোও কাটাতে হলো। পরদিন সিটি স্ক্যানের রিপোর্ট এলো। ইন্টারনাল ইনজুরি না হলেও মাথার স্কাল্প ফ্র্যাকচার হয়েছে। আঘাতের গভীরতা বেশ অনেকটা।
অন্যদিকে দেশের এমন পরিস্থিতি যে বাইরে গিয়ে আশপাশের হাসপাতালে ড্রেসিং করাব সে ব্যবস্থা ছিল না। বাধ্য হয়ে বুবুই ড্রেসিং করানো শুরু করে। তবে ইনফেকশন হয়ে যায়। এক সপ্তাহ পর সেলাই খোলার কথা। বের হলাম হাসপাতালে যাব বলে; কিন্তু কারফিউ দেওয়ার কারণে যেতে পারছিলাম না। কোনোভাবে ইমপালস হাসপাতালে যাই। ডাক্তার আমার মাথার অবস্থা দেখেই বলেন, ইনফেকশন খুব বাজেভাবে ছড়িয়ে গেছে। রড দিয়ে আঘাত করার কারণে ভেতরে কিছু রয়ে গিয়েছিল। ওইদিন অনেক মানুষ আহত হন। ঢাকা মেডিকেলে প্রাণ বাঁচানোর জন্য যেভাবে পেরেছে কোনোমতে সেলাই করে দিয়েছে।
সেলাই খোলা হয়। ইনফেকশন পরিষ্কার করতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। মাথার চামড়ার নিচে গজ ঢুকিয়ে রাখা হয়। এভাবে অন্তত এক সপ্তাহ রাখতে বলা হয়, আর দুই দিন পরপর ড্রেসিং করতে হবে। এভাবে ড্রেসিং করানোর মতো কষ্ট এ দুনিয়ায় আছে কিনা সন্দেহ! এ অবস্থাতেই আম্মার অসুস্থতার জন্য যেতে হয় ময়মনসিংহে।
২৮ জুলাই মাথায় সেলাই করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাই। যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি আমার কানে ফিসফিস করে বলছিলেন, আমি যে আন্দোলনকারী, এটা বলা যাবে না। অপারেশন থিয়েটারে ঢোকার পর ডাক্তার, নার্সরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন, আমি আন্দোলনকারী কিনা! ১ আগস্ট আম্মার অপারেশন শেষে বাড়িতে ফিরে আসি।
৩ আগস্ট আমরা গ্রামের একটা চায়ের টং দোকানে বসে মিটিং করি। কিন্তু সে কথা গ্রামের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা জেনে যান। সবার বাসায় ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। আমাদের নাম থানায় দেওয়া হয়। ৫ তারিখ সকাল থেকে টিভি চ্যানেলগুলো থেকে চোখ সরাতে পারিনি। দুপুরের পর যখন শুনতে পেলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কী যে আনন্দ লাগছিল! মনে হচ্ছিল– আমাদের রক্ত বৃথা যায়নি।