সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Published: 8th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৩৭ টি বাড়ির ৫১৮ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অবৈধ গ্যাস ব্যবহারকারী ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিতাস কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, আটি হাউজিং এলাকায় তিন শতাধিক বহুতল বাড়ির অধিকাংশই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করে চলে যাওয়ার পর বাড়ির মালিকরা রাতের আধাঁরে আবার সংযোগ দিয়ে দেয়।
অবৈধ সংযোগ দেওয়ার জন্য হাউজিং এলাকায় গড়ে উঠেছে শক্তিশালী একটি দালাল চক্র। এসব দালালরা বাড়ির মালিকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। গ্যাস অবৈধভাবে ব্যবহার করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযানে উপস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ সদর অঞ্চলের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, হাউজিং এলাকার বহুতল আবাসিক ৩৭ টি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব ভবনে মোট ৫১৮ টি চুলা জ্বালানে হতো।
এর আগেও কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। তিন্তু ভবন মালিকরা আমাদের সঙ্গে ইঁদুর বিড়াল খেলা খেলছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যারা অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
পাশাপাশি আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের একটি তালিকা আমাদের হাতে এসেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ম্যানেজার নূরুল আফসার, ফতুল্লা অঞ্চলের ম্যানেজার মশিউর রহমানসহ তিতাসের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অব ধ গ য স স য গ অব ধ স য গ কর ত প
এছাড়াও পড়ুন:
সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত
সিলেটের গোলাপগঞ্জে রনি হোসাইন নামে এক যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর সদরের কদমতলায় ঘটনাটি ঘটে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। পুলিশ কয়েকজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলাচ্ছে। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।”
আরো পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যা: আরো একজন গ্রেপ্তার
সাংবাদিক হত্যার বিচার দাবিতে ববিতে মানববন্ধন
ঢাকা/নূর/মাসুদ