সুনামগঞ্জের হাওরাঞ্চলে এবারের বোরো মৌসুমে অতি বৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢল বা অকাল বন্যা ছিল না। আর আবহাওয়া পরিস্থিতিও ছিল অনুকূলে। ফলে ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজগুলো নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন স্থানীয় কৃষকেরা। শ্রমে-ঘামে ফলানো সোনার ধান পেয়ে তাঁরা বেশ খুশি।

এ উপলক্ষে আজ শুক্রবার জেলার মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা আয়োজনের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি আগামী মঙ্গলবার তাহিরপুর উপজেলার শনির হাওরে কৃষকদের নিয়ে আনন্দ আয়োজন করা হবে।

আরও পড়ুনসুনামগঞ্জে হাওরে রোদে কৃষকের স্বস্তি, ধান কাটা–মাড়াইয়ে গতি২০ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের হাওরে এবার ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান, প্রকৃতি যেন এবার হাওরের কৃষকের প্রতি বেশ সদয় ছিল। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাতে জেলার সব মসজিদে আজ জুমার নামাজের পর বিশেষ মোনাজাতের নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে অন্য ধর্মের প্রতিষ্ঠানগুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজনের কথা বলা হয়েছে। এ বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

সুনামগঞ্জের মানুষ হাওরের বোরো ধানের ওপর নির্ভরশীল জানিয়ে জেলার সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ তদারকে গঠিত জেলা কমিটির সদস্য কানিজ সুলতানা বলেন, এ ধানের সঙ্গে কৃষক পরিবারের পুরো এক বছরের খাবার, সন্তানের লেখাপড়া, বিয়েশাদিসহ যাবতীয় ব্যয় জড়িত। তাই ধান গোলায় উঠলে কৃষক পরিবারে পুরো বছর আনন্দ থাকে। কোনো কারণে ধান না পেলে তাঁদের কষ্টের সীমা থাকে না। এবার কৃষকেরা ধান তুলত পেরে বেশ আনন্দিত।

বোরো ধান শুকানোর পর বাতাসে ঝেড়ে পরিষ্কার করছেন দুই নারী।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ র র হ ওর আনন দ

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।” খবর বিবিসির।

আরো পড়ুন:

বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

“একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ