সুনামগঞ্জের হাওরাঞ্চলে এবারের বোরো মৌসুমে অতি বৃষ্টি, ঝড়, পাহাড়ি ঢল বা অকাল বন্যা ছিল না। আর আবহাওয়া পরিস্থিতিও ছিল অনুকূলে। ফলে ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজগুলো নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন স্থানীয় কৃষকেরা। শ্রমে-ঘামে ফলানো সোনার ধান পেয়ে তাঁরা বেশ খুশি।

এ উপলক্ষে আজ শুক্রবার জেলার মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা আয়োজনের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি আগামী মঙ্গলবার তাহিরপুর উপজেলার শনির হাওরে কৃষকদের নিয়ে আনন্দ আয়োজন করা হবে।

আরও পড়ুনসুনামগঞ্জে হাওরে রোদে কৃষকের স্বস্তি, ধান কাটা–মাড়াইয়ে গতি২০ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের হাওরে এবার ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান, প্রকৃতি যেন এবার হাওরের কৃষকের প্রতি বেশ সদয় ছিল। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাতে জেলার সব মসজিদে আজ জুমার নামাজের পর বিশেষ মোনাজাতের নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে অন্য ধর্মের প্রতিষ্ঠানগুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজনের কথা বলা হয়েছে। এ বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

সুনামগঞ্জের মানুষ হাওরের বোরো ধানের ওপর নির্ভরশীল জানিয়ে জেলার সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ তদারকে গঠিত জেলা কমিটির সদস্য কানিজ সুলতানা বলেন, এ ধানের সঙ্গে কৃষক পরিবারের পুরো এক বছরের খাবার, সন্তানের লেখাপড়া, বিয়েশাদিসহ যাবতীয় ব্যয় জড়িত। তাই ধান গোলায় উঠলে কৃষক পরিবারে পুরো বছর আনন্দ থাকে। কোনো কারণে ধান না পেলে তাঁদের কষ্টের সীমা থাকে না। এবার কৃষকেরা ধান তুলত পেরে বেশ আনন্দিত।

বোরো ধান শুকানোর পর বাতাসে ঝেড়ে পরিষ্কার করছেন দুই নারী।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ র র হ ওর আনন দ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৩ আগস্ট ২০২৫)

উয়েফা সুপার কাপে আজ ইউরোপা লিগজয়ী টটেনহামের মুখোমুখি চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।

উয়েফা সুপার কাপ

পিএসজি–টটেনহাম
রাত ১টা, সনি স্পোর্টস ২

দ্য হানড্রেড (নারী)

সাউদার্ন–নর্দার্ন
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস ১

দ্য হানড্রেড (পুরুষ)

সাউদার্ন–নর্দার্ন
রাত ৮টা, সনি স্পোর্টস ১

ওয়েলশ–ম্যানচেস্টার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ১

টেনিস

সিনসিনাটি মাস্টার্স
রাত ৯টা, সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ