ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নাজমুল (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌর শহরের বাসিন্দা।

পীরগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারে শিশুটির বাবা জানান, গত বুধবার বিকেলে বাড়ির পাশের দোকান থেকে মিঠাই কিনে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় স্থানীয় পুকুর পাড়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে নাজমুল। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই চিকিৎসাধীন শিশুটি। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী বলে জানা গেছে। আসামি নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুল ইসলাম।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা ধর্ষণ মামলা করেন। এর ২০ ঘণ্টার মধ্যে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ