প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় আয়োজন ‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালে। আজ শুক্রবার (৯ মে) রাত ১০টায় দীপ্ত টিভিতে সম্প্রচারিত হয় জমকালো এই সমাপনী পর্ব। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা সেরা প্রতিযোগীরা এদিন মঞ্চে তুলে ধরেন তাঁদের স্বপ্নযাত্রার চূড়ান্ত প্রকাশ।    
এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ এবং বরিশালের শাকিব হোসেন। প্রথম রানার্সআপ হয়েছেন যশোরের ফারিহা রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান।

প্রতিযোগিতার শুরুতে অংশ নেন তিন হাজারের বেশি প্রতিযোগী। বাছাইপর্বের নানা ধাপ পেরিয়ে বিচারকমণ্ডলী বেছে নেন সেরা দশ প্রতিযোগীকে—শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম এস এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপুর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান ও শেখ ফারিয়া হোসেন। গ্র্যান্ড ফিনালের কমেডি রাউন্ডে অংশ নেন এই ১০ জন। শীর্ষ ছয় প্রতিযোগীর পরিবেশনায় ছিল নাচ, কমেডি স্কিট এবং মিউজিক ম্যাশআপ। মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন জনপ্রিয় শিল্পী সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।

স্টার হান্টে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রেস্ট হাতে মিষ্টি ঘোষ ও সাকিব হোসেন। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর শ ল র রহম ন

এছাড়াও পড়ুন:

গব্বর থেকে জিম: বদলে যাচ্ছে বলিউডের খলনায়ক

স্বর্ণযুগের খলনায়ক
পঞ্চাশ থেকে সত্তরের দশক—বলিউডের ইতিহাসে খলনায়কের এক উজ্জ্বল সময়। সেই সময়ের সিনেমায় খলনায়কেরা ছিলেন প্রায়ই জমিদার, গুন্ডা, চোরাকারবারি বা সমাজের ক্ষমতালিপ্সু শোষকের প্রতীক। তাঁরা একমাত্রিক হলেও প্রভাব বিস্তারকারী। তাঁদের উপস্থিতি দর্শকের মনে একরকম উত্তেজনা ও আতঙ্ক একসঙ্গে তৈরি করত। প্রাণ, অজিত, কেএন সিং ও আমজাদ খানের মতো অভিনেতারা এই সময়ের খলনায়ক চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন কিংবদন্তি।

‘শোলে’ ছবিতে আমজাদ খান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ