প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় আয়োজন ‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালে। আজ শুক্রবার (৯ মে) রাত ১০টায় দীপ্ত টিভিতে সম্প্রচারিত হয় জমকালো এই সমাপনী পর্ব। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা সেরা প্রতিযোগীরা এদিন মঞ্চে তুলে ধরেন তাঁদের স্বপ্নযাত্রার চূড়ান্ত প্রকাশ।    
এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ এবং বরিশালের শাকিব হোসেন। প্রথম রানার্সআপ হয়েছেন যশোরের ফারিহা রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান।

প্রতিযোগিতার শুরুতে অংশ নেন তিন হাজারের বেশি প্রতিযোগী। বাছাইপর্বের নানা ধাপ পেরিয়ে বিচারকমণ্ডলী বেছে নেন সেরা দশ প্রতিযোগীকে—শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম এস এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপুর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান ও শেখ ফারিয়া হোসেন। গ্র্যান্ড ফিনালের কমেডি রাউন্ডে অংশ নেন এই ১০ জন। শীর্ষ ছয় প্রতিযোগীর পরিবেশনায় ছিল নাচ, কমেডি স্কিট এবং মিউজিক ম্যাশআপ। মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন জনপ্রিয় শিল্পী সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।

স্টার হান্টে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রেস্ট হাতে মিষ্টি ঘোষ ও সাকিব হোসেন। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর শ ল র রহম ন

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ