নরসিংদী শহরে সাংবাদিক আকরাম হোসেনের ওপর ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা করেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকার হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আকরাম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক।

হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকরাম হোসেন গাড়ি থেকে নেমে সন্তানকে কোলে নিয়ে আইসক্রিম আনতে যান। ফেরার পর স্ত্রীকে সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনজন মুখে সাদা কাপড় বাঁধা ব্যক্তি তাঁদের সামনে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। ধারালো অস্ত্রের কোপগুলোর কয়েকটি গাড়ির দরজায় লাগে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

আকরাম হোসেন বলেন, ‘কারা, কেন হামলা চালিয়েছে বুঝতে পারছি না। যাওয়ার সময় তারা বলে যায়, ভালো হইয়া যাইগ্যা, না হলে মাইরালামু।’

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আকরাম হোসেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আকর ম হ স ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ