নরসিংদী শহরে সাংবাদিক আকরাম হোসেনের ওপর ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা করেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকার হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আকরাম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক।

হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকরাম হোসেন গাড়ি থেকে নেমে সন্তানকে কোলে নিয়ে আইসক্রিম আনতে যান। ফেরার পর স্ত্রীকে সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনজন মুখে সাদা কাপড় বাঁধা ব্যক্তি তাঁদের সামনে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। ধারালো অস্ত্রের কোপগুলোর কয়েকটি গাড়ির দরজায় লাগে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

আকরাম হোসেন বলেন, ‘কারা, কেন হামলা চালিয়েছে বুঝতে পারছি না। যাওয়ার সময় তারা বলে যায়, ভালো হইয়া যাইগ্যা, না হলে মাইরালামু।’

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আকরাম হোসেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আকর ম হ স ন

এছাড়াও পড়ুন:

দায়ীদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কারা জড়িত, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না।”

শনিবার (১০ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতিমধ্যে কয়েক জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেউ কেউ সংযুক্ত রয়েছেন।তদন্ত কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি দেখবে। যারা দায়ী, শাস্তি তাদের পেতেই হবে।”

উপদেষ্টা বলেন, “বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কীভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটির তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া আবদুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ে কোনো কাগজপত্র পাঠানো হয়েছে কিনা এ বিষয়েও আমরা খতিয়ে দেখব।”

তিনি আরো বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে রাস্তা বন্ধ করতে না করার অনুরোধও জানাচ্ছি। এতে জন ভোগান্তি দেখা দেয়। আন্দোলনকারীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ