অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম। এবার তাঁকে দেখা যাবে কমেডি গল্পের ‘ফিটফাট বাবু’ নাটকে। গত ৮ মে পূবাইলে এর দৃশ্য ধারণ হয়েছে। অনামিকা মণ্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

মোশাররফ করিম বলেন, ‘ফিটফাট বাবু’ নাটকের গল্পটি অসাধরণ। এটি কমেডি গল্পের হলেও বিনোদনের পাশাপাশি বার্তাও রয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে’।

এদিকে সচেতনতামূলক বিজ্ঞাপনে কাজ করেছেন মোশাররফ করিম। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি নির্মিত হয়েছে।

অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে ওভিসিটি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশ হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মো.

নাজিম উদ্দিন (মাসুম)।

বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সঙ্গে হেল্পার চরিত্রে অভিনয় করেছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর  রিপন মিয়া।

মোশাররফ করিম বলেন, “আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এ ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি করেছি। আমার কাছে কাজটি করে খুব ভালো লেগেছে।” 

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী নারীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি পানি বিক্রি করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার  প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ