চলতি বছরেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরুর সম্ভাবনা
Published: 10th, May 2025 GMT
চলতি বছরেই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান।
শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ দেওয়া হয়। এবার শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য—‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি; বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।
শনিবারে স্কুল খোলা রাখা যায় কি না, সে বিষয়টিও ভেবে দেখার জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা.
অনুষ্ঠানে মহাপরিচালক আরো জানান, বর্তমানে দেশে ১ লাখ ১৪ হাজারের বেশি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ৯৭ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেকোনো মূল্যে শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সরকার সংকল্পবদ্ধ।
মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃত্তি পরীক্ষা ফের চালু করা যায় কি না, সেটাও সরকার বিবেচনা করছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।
শিক্ষাব্যবস্থায় সর্বক্ষেত্রে মুনাফার চিত্র ফুটে উঠছে, এ কথা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মামলা থাকায় সারা দেশে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দিতে পারছে না সরকার।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।