কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
Published: 10th, May 2025 GMT
কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে জান্নাতি (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও কাগজীপাড়া উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত কিশোরীর বোন মোরশেদা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মজিবর খন্দকারের লোকজন গত রাত ৩টার দিকে তাদের বাড়ির খড়ের পালায় আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘর থেকে বের হন জান্নাতি। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
আরো পড়ুন:
নড়াইলে বিলে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ
নিজ গ্রামে এএসপি পলাশ সাহার শেষকৃত্য
পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/সৈকত/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ মরদ হ
এছাড়াও পড়ুন:
একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুটি সিনেমা
স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে হলিউডের দুটি বহুল প্রতীক্ষিত সিনেমা। এগুলো হলো– ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’। দুটি ছবিই আন্তর্জাতিকভাবে বেশ আলোচনায় রয়েছে।
‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলো জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ সিরিজের সপ্তম কিস্তি। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এই সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, যিনি অভিনয় করছেন বিশেষজ্ঞ জোরা বেনেট চরিত্রে। তাঁর মিশন ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করে মানবজাতির উপকারে ব্যবহার করা।
ছবিতে আরও অভিনয় করেছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। সিনেমাটিতে বৈজ্ঞানিক থ্রিল, অ্যাকশন ও মানবিক সংকটের মিশ্রণ রয়েছে।
অন্যদিকে, ‘২৮ ইয়ারস লেটার’ ছবিটি বিখ্যাত ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় কিস্তি। ১৮ বছর পর ফিরে এসেছে এই জম্বি থ্রিলার। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মুখ্য চরিত্রে রয়েছেন মাত্র ১৪ বছর বয়সী অ্যালফি উইলিয়ামস, যিনি মায়ের চিকিৎসার জন্য জম্বি-আক্রান্ত পৃথিবীতে বেরিয়ে পড়ে।
ছবিতে আরও রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। উল্লেখযোগ্যভাবে, এই সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে আইফোন দিয়ে।