Samakal:
2025-05-10@15:13:37 GMT

শাহবাগে গণজমায়েত শুরু

Published: 10th, May 2025 GMT

শাহবাগে গণজমায়েত শুরু

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার পর গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা৷ এছাড়া আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।

দুপুর সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন৷


বৃহস্পতিবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ হব গ গণজম য় ত শ হব গ ত কর ম

এছাড়াও পড়ুন:

শনিবার সারাদেশে গণজমায়েত: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কেন্দ্রীয়ভাবে বিকেল তিনটায় শাহবাগ মোড়ে গণজমায়েত হবে বলে জানান তিনি।

শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন। এছাড়া দাবি আদায়ে অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামীকাল বিকেল তিনটায় গণজমায়েত, সারা ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী জনতা গণজমায়েতে যুক্ত হবেন। সারাদেশে জুলাইয়ের আন্দোলনের পয়েন্টে গণজমায়েত হবে। এই লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের লড়াই। পাঁচ আগস্ট জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তার আইনি ভিত্তি দেওয়ার লড়াই।’

হাসনাত বলেন, ‘আমাদের অবস্থানের ২৫ ঘণ্টা পার হয়েছে। আমরা জানি না আর কতক্ষণ থাকতে হবে। আমরা তিন দফা দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।’

কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনীতি করেনি। গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। শাপলা, পিলখানা, জুলাইসহ সবগুলো হত্যাকাণ্ড তারা ব্যক্তিগত নয়, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালিয়েছে। তাদেরকে অবশ্যই দলগত বিচার করতে হবে। আইসিটি আইনে দলের বিচারের ধারা যুক্ত করতে হবে।’

আখতার আরও বলেন, ‘কোনো দলের ডাকে নয় জুলাইয়ের ডাকে আমরা এখানে এসেছি। এ আন্দোলন কোনো দলের নয়, এটা গোটা জুলাই জনতার আন্দোলন। এখনও যারা আসেননি, তারা আসুন। জুলাইয়ে আমরা যেভাবে একত্র হয়েছিলাম, জুলাই ফিরে এসেছে। অবজ্ঞা করবেন না, জুলাই জনতার পাশে এসে আন্দোলনে অংশগ্রহণ করুন।’

কর্মসূচিতে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই ঐক্যের এবি জুবায়ের। এ ছাড়া রাত সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চ জুলাই অভ্যুত্থান নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী করেছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ.লীগ নিষিদ্ধে সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে ‘মার্চ টু যমুনা’: হাসনাত আবদুল্লাহ
  • শাহবাগে গণজমায়েত চলছে
  • উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকেই আ.লীগের নিষিদ্ধের বিষয়ে ফয়সালা হতে হবে: ইসলামী আন্দোলন
  • আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত
  • আজও চলছে শাহবাগ ব্লকেড, সড়ক বন্ধ
  • শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না করার আহ্বান হাসনাতের
  • শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয়: হাসনাত
  • শনিবার সারা দেশে গণজমায়েত: হাসনাত আবদুল্লাহ
  • শনিবার সারাদেশে গণজমায়েত: হাসনাত আবদুল্লাহ