Samakal:
2025-12-02@13:24:16 GMT

শাহবাগে গণজমায়েত চলছে

Published: 10th, May 2025 GMT

শাহবাগে গণজমায়েত চলছে

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার পর গণজমায়েত কর্মসূচি শুরু হয়। এতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

দুপুর সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন।

এদিকে শাহবাগের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগ ব্লকেডে যোগ দেন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘হলে হলে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- ইত্যাদি স্লোগান দেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা৷ রাতভর চলে এই কর্মসূচি। পরদিন সকালে সেখান থেকে মিন্টু রোডের মোড়ে ফোয়ারার সামনে ‘জমায়েত মঞ্চ’ তৈরি করা হয়। 

শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়৷ সেখানে এনসিপির নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন৷ বিভিন্ন ইসলামপন্থি ছাত্রসংগঠনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকটি প্ল্যাটফর্মের নেতারাও সেখানে বক্তব্য দেন৷

বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসনাত আবদুল্লাহ ওই মঞ্চ থেকে ‘শাহবাগ ব্লকেডের’ ঘোষণা দেন৷ এরপর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হয়।

গতকাল রাত ১১টার দিকে শাহবাগের অবরোধ কর্মসূচিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা- এই তিন দফা দাবিতে শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে৷ পাশাপাশি শনিবার (আজ) বেলা ৩টার দিকে শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেন তিনি।

হাসনাত বলেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ হব গ এনস প আওয় ম ল গ সম ব শ গণজম য় ত অবস থ ন শ হব গ স গঠন আওয় ম এনস প

এছাড়াও পড়ুন:

‘জালিয়াতি রাষ্ট্রের’ যুগে প্রবেশ করেছে বিশ্ব

বিস্ফোরণ শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই মিয়ানমারে অবস্থিত বিজনেস পার্কটি খালি হয়ে যাচ্ছিল। বোমা বিস্ফোরণের পর কর্তৃপক্ষ খালি অফিস ব্লকগুলো ভেঙে ফেলে। ডিনামাইট একটি চারতলা হাসপাতাল, নীরব কারাওকে কমপ্লেক্স, জনশূন্য জিম এবং ডর্ম রুমগুলিকে ধ্বংস করে দিয়েছিল।

মিয়ানমারের জান্তার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে কুখ্যাত ‘স্ক্যাম কেন্দ্র’ গুলোর মধ্যে অন্যতম কে কে পার্কের সমাপ্তি ঘটেছে। এই কেন্দ্রটিতে হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়েছিল, বিশ্বজুড়ে মানুষকে নিরলসভাবে প্রতারণা করা হয়েছিল। এখন।

কিন্তু বিজনেস পার্কের পরিচালকরা অনেক আগেই পালিয়ে গিয়েছিলেন: স্পষ্টতই একটি অভিযান শুরু হওয়ার খবর পেয়ে তারা অন্যত্র সরে গিয়েছিলেন। এছাড়া এক হাজারেরও বেশি কর্মী সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অবশ্য এরপরেও  দুই হাজার জনকে আটক করা হয়েছিল। কিন্তু ২০ হাজার কর্মী, সম্ভবত পাচার এবং নির্মমভাবে নির্যাতনের শিকারের পরে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে জান্তার নজর এড়িয়ে শত শত জালিয়াতি কেন্দ্র মিয়ানমারে বিকশিত হচ্ছে।

বহু বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী জালিয়াতি শিল্প এতটাই প্রকট হয়ে উঠেছে যে বিশেষজ্ঞরা বলছেন, আমরা ‘জালিয়াতি রাষ্ট্র’ এর যুগে প্রবেশ করছি। মাদকরাষ্ট্রের মতো, এই শব্দটি এমন দেশগুলোকে বোঝায় যেখানে একটি অবৈধ শিল্প বৈধ প্রতিষ্ঠানের গভীরে প্রবেশ করেছে, অর্থনীতিকে পুনর্গঠন করেছে, সরকারকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং একটি অবৈধ নেটওয়ার্কের উপর রাষ্ট্রীয় নির্ভরতা প্রতিষ্ঠা করেছে।

কে কে পার্কে অভিযান দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে জালিয়াতি কেন্দ্রগুলির বিরুদ্ধে ব্যাপক প্রচারিত অভিযানের সর্বশেষ ঘটনা। তবে আঞ্চলিক বিশ্লেষকরা জানাচ্ছেন, এগুলো মূলত পারফর্মিং বা মধ্যম খেলোয়াড়দের লক্ষ্য করে, যা কর্মকর্তাদের ‘রাজনৈতিক নাটক।’ কারণ কর্মকর্তারা জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। অবশ্য অত্যন্ত লাভজনক খাতকে নির্মূল করার ক্ষেত্রে তাদের খুব কম আগ্রহ রয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ভিজিটিং ফেলো এবং মেকং-এ ট্রান্সন্যাশনাল ও সাইবার অপরাধের বিশেষজ্ঞ জ্যাকব সিমস বলেছেন, “এটি হ্যাক-এ-মোল খেলার একটি উপায়, যেখানে আপনি কোনো তিল মারতে চান না।”

সিমস জানান, গত পাঁচ বছরে জালিয়াতি ‘ছোট অনলাইন জালিয়াতির চক্র থেকে শিল্প-স্তরের রাজনৈতিক অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে।’

তিনি বলেন, “মোট জিডিপির দিক থেকে, এটি সমগ্র মেকং উপ-অঞ্চলের জন্য প্রভাবশালী অর্থনৈতিক ইঞ্জিন। এর অর্থ হল এটি প্রভাবশালী - যদি প্রভাবশালী না হয় - রাজনৈতিক ইঞ্জিনগুলির মধ্যে একটি।”

বর্তমানে এই স্ক্যাম বা জালিয়াতি শিল্পের বিশ্বব্যাপী আকারের আনুমানিক পরিমাণ ৭০ বিলিয়ন ডলার থেকে শুরু করে শত শত বিলিয়ন ডলার পর্যন্ত। এটি এমন একটি মাত্রা যা একে বিশ্বব্যাপী অবৈধ মাদক ব্যবসার সমান করে তুলছে। কেন্দ্রগুলো সাধারণত আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়, প্রায়শই চীন থেকে উদ্ভূত হয়, তবে তাদের মূল অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ায়।

২০২৪ সালের শেষের দিকে মেকং দেশগুলো- মিয়ানমার, কম্বোডিয়া ও লাওসে সাইবার জালিয়াতি কার্যক্রম বছরে আনুমানিক ৪৪ বিলিয়ন ডলার আয় করছিল, যা সম্মিলিত আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় ৪০ শতাংশের সমান। এই সংখ্যাটি রক্ষণশীল বলে মনে করা হয় এবং ক্রমবর্ধমান। 

ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে গ্লোবাল ইনিশিয়েটিভের জেসন টাওয়ার বলেছেন, “এটি একটি বিশাল প্রবৃদ্ধির ক্ষেত্র। এটি ২০২১ সাল থেকে একটি বিশ্বব্যাপী অবৈধ বাজারে পরিণত হয়েছে এবং আমরা এখন প্রতি বছর ৭০ বিলিয়ন ডলারের বেশি অবৈধ বাজারের কথা বলছি।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ