নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব–১১। ভ্যানের ভেতর লাল–সাদা চারটি বস্তায় খাকি টেপে মোড়ানো অবস্থায় এসব মাদক দ্রব্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের ড্রাইভার সাগর চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। এসময় কাভার্ড ভ্যানটি ও ড্রাইভারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে র‍্যাব–১১, সিপিএসসি নরসিংদীর একটি দল অভিযানটি পরিচালনা করে।

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যানে করে মাদক দ্রব্য  নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি আভিযানিক দল ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামানো হলে ড্রাইভার প্রথমে সন্তোষজনক জবাব দিতে পারেননি।

পরে ভ্যানের পেছনের দরজা খুলে তল্লাশি চালিয়ে তিনটি লাল প্লাস্টিকের বস্তা ও একটি সাদা বস্তার ভেতর খাকি টেপে মোড়ানো ৬৮ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। পাশাপাশি ভ্যানটি এবং ড্রাইভারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ড্রাইভার সাগর চন্দ্র দাস (২৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মুরাদনগরের ছিলমপুরেও বসবাস করতেন বলে র‍্যাব জানায়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য ব ১১ ভ য নট

এছাড়াও পড়ুন:

পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর. নারায়ণগঞ্জ। 

রবিবার (৭ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান এর নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম পরিবেশ দূষণ বন্ধে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।  

পরিবেশ অধিদপ্তর. নারায়ণগঞ্জ এর উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক হাশেম ফুডস লিমিটেড নামক পরিবেশ দূষনকারী প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ট্রাভেল এজেন্সির আড়ালে জাল ডালার বিক্রির ছড়াছড়ি
  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 
  • নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ
  • আমাদের দায়িত্ব তরুণদের পাশে দাঁড়ানো : মাসুদুজ্জামান
  • পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা