রূপগঞ্জে ফেসবুকে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি : গুলিবিদ্ধ ১
Published: 8th, December 2025 GMT
ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে রূপগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তারাব পৌরসভার বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ওরফে ডাকাত শহিদুল।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাব পৌরসভার রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। এ নিয়ে তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে ৯নং ওয়ার্ড ছাত্রদল উত্তরের সাবেক সভাপতি মাহিম মিরাজ “চুৃ লিং পং” লিখে কমেন্ট করেন।
এরই জের ধরে রাত ১১ টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের বাগবিতণ্ডা হয়, পরে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় সাকিবের বাড়িঘরসহ আরো কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
সংঘর্ষে সাবেক যুবলীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ডাকাত শহিদুল মাহিমের পক্ষে এসে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে শহিদুল গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেইসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এক উভয় পক্ষের ৫ জনের মতো আহত হয়েছে বলে জানতে পেরেছি। দুই পক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ঘর ষ র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ স ঘর ষ কম ন ট
এছাড়াও পড়ুন:
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান তোলারাম, রানার্স আপ আলমচান
নারায়ণগঞ্জ জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বন্দরের সরকারি আলমচান স্কুল এন্ড কলেজকে ২-১ গোলে পরাজিত করে জয় পেয়েছে সরকারি তোলারাম কলেজ।
সোমবার বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে তোলারাম কলেজ।
খেলায় বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা প্রাইজমানি ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুই দলই ভালো খেলেছে। টুর্নামেন্টে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এর জন্য উভয় দল ধন্যবাদ প্রাপ্য। শৃঙ্খলার সাথে খেলাধুলা চালিয়ে গেলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারবো। নারায়ণগঞ্জ থেকেই আগামীতে নতুন করে মোনেম মুন্না জন্ম নিবে। যারা জাতীয় দলে মাঠ দাপিয়ে বেড়াবে।
নারায়ণগঞ্জের স্টেডিয়ামের চিত্র আমাকে হতাশ করেছে। তবে বর্তমান জেলা প্রশাসকের আন্তরিকতায় দ্রুতই এই স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হবে।’
অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক শরীফ মো. আরিফ মিহিরের সঞ্চালনায় অন্যান্যদের ভেতর আরও বক্তব্য রাখেন, সরকারি তোলারাম কলেজের অধ্যাপক বিমল চন্দ্র দাস, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, অ্যাডহক কমিটির সদস্য সাবিত আল হাসান, নূর জামাল হাসান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির প্রমুখ।