Prothomalo:
2025-12-08@13:02:00 GMT

অটিজম কোনো রোগ নয়

Published: 8th, December 2025 GMT

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষেপে উত্তর–প্রশ্ন

প্রশ্ন: মানবাধিকার কী?

উত্তর: বিশ্বের সব দেশের, সব মানুষের জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। 

প্রশ্ন: অটিজম কী? অটিস্টিক শিশু কারা?

উত্তর: যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাকে অটিজম বলে। এসব সমস্যায় আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। অটিস্টিক শিশুদের ভাষার ব্যবহারও ভিন্ন। 

আরও পড়ুনবাংলাদেশ ও বিশ্বপরিচয়: ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না০৭ ডিসেম্বর ২০২৫

প্রশ্ন: মানবাধিকার রক্ষায় আমাদের দুটি করণীয় লেখ।

উত্তর: মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়—

১.

মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে।

২. প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রশ্ন: বাড়িতে কাজে সহায়তাকারীদের অধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে?

উত্তর: বাড়িতে কাজে সহায়তাকারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে:

১. যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না।

২. অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়।

রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম নব ধ ক র য় আম দ র

এছাড়াও পড়ুন:

ঠিক ঠিক টিক দাও

গণিত: বহুনির্বাচনি

অধ্যায়–১

১. ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে কোন সংখ্যা সহজেই নির্ণয় করা যায়?

ক. মৌলিক খ. যৌগিক 

গ. জোড় ঘ. বিজোড়

২. সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? 

ক. ১ খ. ২ 

গ. ৩ ঘ. –৪ 

৩. ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?

ক. ৬ খ. ৭ 

গ. ৮ ঘ. ৯ 

৪. ২৬ সংখ্যাটিকে দুটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টিরূপে কতভাবে প্রকাশ করা যায়?

ক. ০ খ. ১ 

গ. ২ ঘ. ৩ 

৫. ২, ৩, ৫, ৭, ... মৌলিক সংখ্যার প্যাটার্নটির ৭ম পদ কত?

ক. ১৩ খ. ১৭ 

গ. ১৯ ঘ. ২৩

৬. ১, ৩, ৭, ১৩, ২১, ... তালিকার পরবর্তী সংখ্যা কত?

ক. ২৯ খ. ৩১ 

গ. ৩৪ ঘ. ৩৫ 

৭. ১, ৪, ১০, ১৯, ৩১, ... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?

ক. ৩৪ খ. ৪৩ 

গ. ৪৬ ঘ. ৪৯ 

৮. নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাচ্চি?

ক. ০, ১, ২, ৩, ৪, .......

খ. ০, ১, ১, ২, ৩, ...... 

গ. ৩, ৩, ৬, ৭, ১২,..... 

ঘ. –১, ১, ০, ১, ২,...... 

৯. ক২–১ = ২৪ হলে ‘ক’ এর মান কত?

ক. ৩ খ. ৪ 

গ. ৫ ঘ. ৬ 

১০. ৭৭৯ সংখ্যাটি কোন বীজগণিতীয় রাশির ১১১তম পদ?

ক. ৭ক–২ খ. ৭ক+২ 

গ. ৫৫৫ক+২২৪ ঘ. ৭৭৭ক+২ 

১১. ১ থেকে ১০ পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?

ক. ২ খ. ৩ 

গ. ৪ ঘ. ৫ 

১২. ৫ ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত?

ক. ২৫ খ. ২৬ 

গ. ৬৫ ঘ. ১৩০ 

সঠিক উত্তর

১. ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক
ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ