রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন তারা।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, রমনা জোনের ডিসি মাসুদ আলম সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ তুলে নেয়।

ঢাকা/রায়হান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ ত ল

এছাড়াও পড়ুন:

ছাত্রদের যৌন হয়রানি, ঢাবির সেই অধ্যাপক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রসায়ন বিভাগের অধ্যাপক মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ওই সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের অধ্যাপক মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে ফ্রেমকৃত চার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর এনামুল হক সজীব ও অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধিকে তদন্ত কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে (তদন্ত) কমিটির সদস্যসচিব করা হয়। তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ করা হয়েছে।

ঢাকা/সৌরভ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ