যুক্তরাষ্ট্রে অর্ধ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করেছেন আল আমিন মিয়া
Published: 8th, December 2025 GMT
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লা কুইন্টা শহরে অনুষ্ঠিত অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০ দশমিক ৩ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. আল আমিন মিয়া। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া ট্রায়াথলন আর ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতার নাম আয়রনম্যান। বাংলাদেশ সময় আজ লা কুইন্টায় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০ দশমিক ৩ প্রতিযোগিতায় আল আমিন মিয়া ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।
আয়রনম্যান ৭০ দশমিক ৩ সম্পন্ন করার পর মো.
লা কুইন্টায় আজকের প্রতিযোগিতায় ৩৮ বছর বয়সী মো. আল আমিন মিয়া তাঁর বয়স গ্রুপে (৩৫ থেকে ৩৯ বছর) ২০৭ জনের ১৮৪তম হয়েছেন। নারী ও পুরুষ মিলিয়ে মোট ২ হাজার ২৬৯ জন প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ১ হাজার ৮৭৪তম। এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রে স্যাম লং, কানাডার লায়োনেল স্যান্ডার্স ও জ্যরাশন লন্ড্রি।
পেশাগত জীবনে যমুনা টেলিভিশনের উপব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আল আমিন মিয়া দীর্ঘদিন ধরে রান ফর বাংলাদেশের উদ্যোগের আন্তর্জাতিক ক্রীড়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি এর আগে ২০২২ সালে ভারতে লাদাখ হাফ ম্যারাথন, ২০২৩ সালে টাটা মুম্বাই ম্যারাথন, ২০২৪ সালে ইংল্যান্ডের ব্রাইটন ম্যারাথন, অস্ট্রেলিয়ার সিডনি ম্যারাথন এবং গত মার্চে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ম্যারাথনে অংশ নিয়েছেন।
মো. আল আমিন মিয়া জানান আগামী বছর তিনি কানাডায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেবেন। আয়রনম্যান বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আয়রনম্যান ও আয়রনম্যান ৭০ দশমিক ৩ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ক ইন ট
এছাড়াও পড়ুন:
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত
নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে দৌড় কর্মসূচি ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত এই দৌড় কর্মসূচি পালিত হয়। ২৫ নভেম্বর শুরু হওয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ ও বিডি রানার্স যৌথভাবে এ কর্মসূচি পালন করে। এই ‘রোকেয়া রান’ নারীদের সব জড়তা, ক্লান্তি ও আড়ষ্টতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বেগম রোকেয়ার “জাগো ভগিনীরা জাগো” আহ্বানে উজ্জীবিত থেকে নারী-পুরুষের জন্য সমতাপূর্ণ সমাজ গড়ে তুলতে কাজ করে যাব।’
ফওজিয়া মোসলেম বলেন, ‘রোকেয়া সাখাওয়াত হোসেনের লড়াইয়ের কেন্দ্রে ছিল প্রথা ভাঙার লড়াই। কিন্তু আজ আবার নারীদের নানা ঘেরাটোপে আটকানোর চেষ্টা করা হচ্ছে। রোকেয়ার সম্বন্ধে কটূক্তি করার স্পর্ধা দেখানো হচ্ছে। যারা দেখাচ্ছে, তাদের সেই স্পর্ধার সামনে দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে চাই, প্রথা ভাঙার লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই রোকেয়া রান বিশেষ অবদান রাখবে।’
দৌড় শেষে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, ‘বেগম রোকেয়া নারীমুক্তির যে মন্ত্র আমাদের শুনিয়েছিলেন, সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা ছুটে চলেছি, ছুটে যাব সমাজের সব জায়গায়। সব জায়গায় নারীরা সমান মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। এই আকাঙ্ক্ষা পূরণের পথে সমাজের যা কিছু বাধা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করছে, সে সব বাধাকে পেছনে ফেলে আমরা অবিরাম ছুটছি, ছুটব!’
বাংলাদেশের প্রথম আয়রনম্যান ও বিডি রানার্সের অ্যাকটিভিস্ট মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত বলেন, ‘সমতাপূর্ণ সমাজ গড়তে রোকেয়ার চিন্তাভাবনা ছিল দূরদর্শিতাসম্পন্ন, যা আজকের দিনেও আমরা ভাবতে পারি না। পুরুষের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীদের যে অনুপ্রেরণা থাকে, তা আমাদের বার্তা দেয় যে সবাইকে একসঙ্গে অগ্রসর হতে হবে।’
আয়রনম্যান, পর্বতারোহী ও বিডি রানার্সের আরেক অ্যাকটিভিস্ট ইমতিয়াজ এলাহী বলেন, এটি কেবল একটি দৌড়ের ইভেন্ট নয়, এটি নারী মুক্তিকামীদের সামনে এগিয়ে চলার শক্তিকে আহ্বান জানায়। এ সময় নারীদের এই এগিয়ে চলার যাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী বক্তব্য শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী; লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক দীপ্তি শিকদার; প্রশিক্ষণ ও গবেষণা পরিচালক শাহাজাদী শামীমা আফজালী শম্পা এবং প্রোগ্রাম অফিসার (কাউন্সেলিং) সাবিকুন নাহার।
উদ্বোধনী বক্তব্য শেষে দৌড়ের নিয়মনীতি ও পথ সম্পর্কে জানান মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানার্স কমিউনিটির সদস্য মিঠুন ও পাপ্পু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদের লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাডভোকেট দীপ্তি শিকদার। কর্মসূচিতে প্রায় ২০০ জন অংশ নেন।