প্রশাসনের ব্যর্থতার কারণে ব্রাকসু নির্বাচন হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে: ছাত্রদল
Published: 8th, December 2025 GMT
প্রশাসনের ব্যর্থতার কারণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। আজ সোমবার দুপুরে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদের ব্যানারে’ সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাইদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সভাপতি তুহিন রানা, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের চরম অযোগ্যতা ও ব্যর্থতার কারণে ব্রাকসু আজ হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। ভোটার তালিকায় অসংখ্য ভুলত্রুটি নিয়ে তড়িঘড়ি করে একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কথা দিয়েছিল, ভোটার তালিকায় বিদ্যমান ভুলত্রুটি সংশোধন করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু ত্রুটিগুলো নিয়ে আবারও একটি প্রহসনমূলক নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছে প্রশাসন ও নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি তুহিন রানা বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে পূর্বের অসংগতিগুলো রয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় অসংগতি রেখেছে—এটা আমরা মেনে নিব না।’
এদিকে নির্বাচনের তারিখ ঠিক রেখে গত ৩ ডিসেম্বর ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের পুনঃ তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ব্রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। মনোনয়ন দাখিল (ডোপ টেস্টের রিপোর্টসহ) করা যাবে ৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই করা হবে ১০ ডিসেম্বর। একই দিনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৪ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কম্পিউটার সিটির মেলা শুরু, কমদামে প্রযুক্তিপণ্য কেনাসহ পুরস্কারও পাওয়া যাচ্ছে
বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর হালনাগাদ প্রযুক্তিপণ্য নিয়ে আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’ নামের কম্পিউটার মেলা। ছয় দিনের এই মেলায় মূল্যছাড়ে পণ্য বিক্রির পাশাপাশি ক্রেতাদের নানা ধরনের উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে কমদামে সর্বশেষ প্রযুক্তির পণ্য কিনতে উদ্বোধনের পরপরই মেলায় এসেছেন অনেকে। দুপুরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডর ব্যবস্থাপনা পরচালক গৌতম সাহা এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সরকার প্রতিবছর শতকোটি টাকার কম্পিউটার বা ল্যাপটপ কিনে স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করে। কিন্তু বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, সেই ল্যাপটপ বা কম্পিউটার ডাস্ট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। শিক্ষার্থীদের বলা হয়, খুব বেশি ধরা যাবে না, নষ্ট হয়ে যাবে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে কম্পিউটার পৌঁছাতে পারলে এই দেশ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে পিছিয়ে থাকবে না, বরং আগামী দিনগুলোতে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাবে। আর তাই প্রতিটি শিশুর কাছে কম্পিউটার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আকতার হোসেন। তিনি বলেন, প্রযুক্তিপণ্যের গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে একটি সংযোগ তৈরি করাই এই মেলার লক্ষ্য। মেলায় দেশের বাজারে থাকা নতুন সব প্রযুক্তিপণ্য সম্পর্কে জানা যাবে। প্রতিবছরের মতো এবারও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য নানা ধরনের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মেলার প্রধান ফটক