যেই কারণে মনির হোসেন কাসেমীকে শোকজ
Published: 8th, December 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে দলের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত এ নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক সিদ্ধান্ত অমান্যের অভিযোগ উত্থাপন করা হয়েছে।
শোকজে উল্লেখ করা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে। ইতিপূর্বে প্রাথমিক ভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিক ভাবে আপনাকে সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।
এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল। এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যে কোন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
প্রসঙ্গত: সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বিএনপি নেত্রীকে বারবার ‘জাতির মা’ ও ’১৮ কোটি মানুষের মা’ সম্বোধন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতী মনির হোসাইন কাসেমী। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে ছাড় পাওয়ার তালিকায় থাকা জমিয়তের এই নেতা আগেও বিভিন্ন সময় বিএনপির প্রতি মুগ্ধতা প্রকাশ করে নানা বক্তব্য দিয়ে নিজ দলসহ অন্যান্য দলের কর্মীদের কাছে সমালোচিত হন। এবার তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিলো তার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১রায়হান কবির ১০
আরো পড়ুন
আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা
আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব
ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
সানিকে দেখতে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী
আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে মামুন মাহমুদ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক মন য় দ য় মন র হ স উল ম য় ব এনপ আপন র গঠন ক
এছাড়াও পড়ুন:
আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে তার বাসায় ছুটে গেলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাস সানির অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান এবং সানির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নেন। পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এসময় জাকির হোসেন রোকনের সাথে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, শাহ্ মোহাম্মদ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুর অর রশিদ মুকুল, জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুল লতিফ তুষার, সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল হক মনি, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক একেএম আনোয়ার হোসেন সুমন, মহানগর জাসাসের ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, সদর থানা জাসাসের সভাপতি কবীর শিকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুঃ রহিম হোসেন বাবুল, ১৪নং ওর্য়াড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব বদিউজ্জামান ইমন, সদস্য মারুফ হোসেন, শুক্কুর মজুমদার, জাসাস নেত্রী মাকসুদা আক্তার, সোনিয়া আক্তার, মাসুম শেখ, রানা প্রমুখ।
উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর করা হয়। তাকে বাসায় সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।