সঠিকভাবে পূরণ করো শূন্যস্থানগুলো
Published: 8th, December 2025 GMT
গণিত: শূন্যস্থান পূরণ
প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণের ওপর। ১০টি শূন্যস্থান পূরণ থাকবে—নম্বর ১০। আজ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো।
১. বারবার বিয়োগ করার প্রক্রিয়া হলো—।
২. গুণের বিপরীত প্রক্রিয়া হলো—।
৩. ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে—হয়।
৪.
৫. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করলে ভাগশেষ—হবে।
৬. ১ ডজন ডিমের দাম ১০৮ টাকা হলে, ১টি ডিমের দাম—টাকা।
৭. ১ হালি কমলার দাম ২৪০ টাকা হলে, প্রতিটি কমলার দাম—টাকা।
৮. বন্ধনীর ক্ষেত্রে প্রথম কাজ করতে হয়—বন্ধনীর।
৯. ১ হালি ডিমের দাম ৪৮ টাকা হলে, ২টি ডিমের দাম—টাকা।
১০. একটি কাজ ৩০ জন লোক—দিনে করতে পারে। ওই কাজ ৩০ দিনে করতে ১৫ জন লোকের কত দিন লাগবে?
১১. চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে—যোগ করলে যোগফল ১ লাখ হবে।
১২. পিতার বয়স ৬৪ বছর ও কন্যার বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কন্যার বয়সের—গুণ।
১৩. প্রতিটি সংখ্যা—প্রতীক দ্বারা গঠিত।
১৪. একাধিক মৌলিক সংখ্যার গসাগু—।
১৫. গসাগুর পূর্ণরূপ হলো—সাধারণ গুণনীয়ক।
১৬. ১ কোনো—সংখ্যা নয়। কারণ, এর একটি মাত্র গুণনীয়ক আছে, যা ১।
১৭. গুণনীয়কের অন্য নাম—।
১৮. মৌলিক সংখ্যাগুলোর লসাগু এদের—সমান।
১৯. লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে—বলা হয়।
২০. প্রথম দুটি মৌলিক সংখ্যা হলো—।
আরও পড়ুনইংরেজি: শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে০৭ ডিসেম্বর ২০২৫২১. সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যাকে — বলে।
২২. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো—।
২৩. জোড় মৌলিক সংখ্যা হচ্ছে— টি।
২৪. মৌলিক সংখ্যার—টি গুণনীয়ক থাকে।
২৫. ৬টি খাতা ও ৯টি পেনসিল সর্বাধিক—জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
২৬. অপ্রকৃত ভগ্নাংশের মান—অপেক্ষা বড়।
২৭. প্রকৃত ভগ্নাংশে লব হর অপেক্ষা—হয়।
২৮. প্রকৃত ভগ্নাংশের মান ১–এর চেয়ে—।
২৯. মিশ্র ভগ্নাংশের পরিবর্তিত রূপ—।
৩০. সাধারণ মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে—পড়া হয়।
৩১. দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের বাঁয়ে কোনো অঙ্ক না থাকলে কখনো কখনো একটি—বসিয়ে সংখ্যাটি লেখা হয়।
৩২. ০.৭×৩–এর অর্থ ০.৭ কে ৩ বার লিখে— করা।
৩৩. ১টি পাউরুটির দাম ১২.৫ টাকা। ৮টি পাউরুটির দাম—টাকা।
৩৪. ১টি ফলের ঝুড়ির ওজন ২.৩৫ কেজি হলে, এমন ১০টি ফলের ঝুড়ির মোট ওজন—কেজি হবে।
৩৫. একটি বাঁশের ০.৬৫ মিটার পানিতে আছে। এরূপ ২৩টি বাঁশের মোট—মিটার পানিতে আছে।
সঠিক উত্তর১. ভাগ, ২. ভাগ, ৩. ছোট, ৪. ১০১, ৫. ৯,
৬. ৯, ৭. ৬০, ৮. প্রথম, ৯. ২৪, ১০. ১৫,
১১. ৯০০০১, ১২. ৪, ১৩. সংখ্যা, ১৪. ১,
১৫. গরিষ্ঠ, ১৬. মৌলিক, ১৭. উৎপাদক,
১৮. গুণফলের, ১৯. লসাগু, ২০. ২ ও ৩, ২১. লসাগু, ২২. ২, ২৩. ১, ২৪. ২, ২৫. ৩, ২৬. ১,
২৭. ছোট, ২৮. ছোট, ২৯. অপ্রকৃত ভগ্নাংশ
৩০. সমস্ত ৩১. শূন্য, ৩২. যোগ, ৩৩. ১০০, ৩৪. ২৩.৫, ৩৫. ১৪.৯৫।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র বয়স
এছাড়াও পড়ুন:
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভা সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
দলটি বলছে, ৫ আগস্ট-পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত।
আরো পড়ুন:
কোটালীপাড়া জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
জামায়াত দায়িত্ব পেলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র চালাবে: এটিএম আজহারুল
সোমবার (৮ ডিসেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে এনসিপি জানায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে।
জামায়াতের এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা।
এতে বলা হয়েছে, ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণনির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।
এনসিপি মনে করে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে। ৫ আগস্ট-পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত।
এনসিপি পরিষ্কারভাবে জানাচ্ছে, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।
ঢাকা/রায়হান/সাইফ