Prothomalo:
2025-11-24@13:21:20 GMT

সন্ধ্যায় সারা দিনের আলোচিত খবর

Published: 24th, November 2025 GMT

জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর এখন বিধান এমনই দাঁড়িয়েছে। তাতে আগামী জাতীয় সংসদে দুই–তিনটি দল কর্তৃত্ব করবে কি না, এমন প্রশ্ন দেখা দিয়েছে। সেই সঙ্গে নৌকার অনুপস্থিতিতে প্রতীক হিসেবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রাধান্য বিস্তারের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। বিস্তারিত পড়ুন .

..

২মানিকগঞ্জে বাউল সম্মেলনের ঘোষণা দিয়ে ফরহাদ মজহার বললেন, পেটালে পিটুনি খাবকবি-চিন্তক ফরহাদ মজহার। পালাকার আবুল সরকারের মুক্তির দাবি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাবনায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে দুই শিশু। 

সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সুজানগর উপজেলার চব্বিশ মাইল দুর্গাপুর নামক স্থানে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পাবনার মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সুজানগর উপজেলার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দুজন হলেন—জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম (৫)। আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানিয়েছেন, পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। সেটি একই দিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া মারা যায়৷ মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ