রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোনো ভূমিকা না রাখার অভিযোগ তুলেছে দলটির একটি অংশ। অবিলম্বে তাঁকে অপসারণ করে কমিটি পুনর্গঠন না করা হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ নেতারা।

আজ সোমবার বিকেলে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব নাহিদুল ইসলাম। তিনি রাজশাহী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কও। এনসিপির জেলা কমিটি ও জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে নাহিদুল ইসলাম বলেন, ‘ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য রাজশাহীতে এনসিপিকে নিয়ে যে নোংরামি চলছে, তা আর বরদাশত করা হবে না। দলের বর্তমান আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের দোসরদের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর যারা গুলি চালিয়েছিল, তাদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। এই আহ্বায়ক পদ ব্যবহার করে তিনি আবারও ঘনিষ্ঠ সহচরদের সহযোগিতা করবেন না, এমন নিশ্চয়তা কোথায়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর ন্যূনতম কোনো ভূমিকা ছিল না। রাজপথে তো দূরের কথা, ফেসবুকে একটি পোস্ট দিয়েও তিনি সহায়তা করেননি।’

সংবাদ সম্মেলনে নাহিদুল ইসলাম ১ ডিসেম্বর রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। জেলা কমিটি নিয়ে এনসিপির মহানগর অফিসে তালা দেওয়ার ব্যাপারটি নাটক ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, রাজশাহীতে এনসিপির কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা কোনো নাটক ছিল না, এটি ছিল কর্মীদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

কমিটি নিয়ে বিক্ষোভ করায় পাঁচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে শোকজের বিষয়ে রাজশাহী জেলা এনসিপির এই নেতা বলেন, যেকোনো ঘটনায় শোকজ করতেই পারে।

সংবাদ সম্মেলনে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি, জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কলাগাছিয়া ৩নং ওয়ার্ড বিএনপির দোয়া  

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের  উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার দিবাগত রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ আহাম্মেদ বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায় ভাবে দীর্ঘ ১৬ বছর কারাগারে রেখে নির্যাতন করেছে। তাতেও তিনি ভিত হননি।

তিনি কখনো অন্যায়ের কাছে আপোষ কাছে করেনি। এজন্য তাকে আপোষহীন নেত্রী বলে। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও র্দীঘায়ু কামনার  জন্য দোয়া করব।

তিনি আরো বলেন, বিএনপিকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হলে ধানের শীষ প্রতিককে নির্বাচিত করতে হবে। মাসুদুজ্জামান মাসুদ ভাই অত্যন্ত ভদ্র লোক। তাকে নির্বাচিত করলে বন্দরবাসী উপকৃত হবে।

কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি  সাইফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন, মহানগর যুবদলের  সাবেক নেতা অ্যাড: শিপলু,বন্দর থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আহাম্মদ আলী ও বন্দর উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মন্টি, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা এমারত।

দোয়া ও আলোচনা সভায় সার্বিক ত্তত্বাবধানে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলী, মোঃ আশাবুদ্দিন, গোলাপ, জাহাঙ্গীর, আক্তার হোসেন ও আজহার প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঘারমোড়া পাক্কা জুম্মা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গাফফার।
 

সম্পর্কিত নিবন্ধ