ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে কাজ করতে সিদ্ধিরগঞ্জ যুবদল অঙ্গীকারবদ্ধ
Published: 24th, November 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।
সোমবার ( ২৪ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ে মেঘনায় আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম ও জুয়েল রানা।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে মহানগর যুবদল ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলকে আগামী নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের পক্ষ ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান। আর সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, সদস্য আরমান হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র ল ইসল ম য বদল র ব এনপ
এছাড়াও পড়ুন:
মামুন মাহমুদকে গাড়ি উপহার দেইনি : মান্নান
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির দয়ো একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছেন।
গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আয়োজিত সবাবেশে মনিরুল ইসলাম রবি এ কথা বলেন। তবে রবির এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। আজহারুল ইসলাম মান্নান এ তথ্য সঠিক নয় বলে জানান।
জানা গেছে, বিএনপি ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ সমাবেশের আয়োজন করেন নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নান।
বৃহৎ একটি সমাবেশে প্রকাশ্যে জেলা বিএনপির আহ্বায়ক দলীয় প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছে মনিরুল ইসলাম রবির এমন বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক বিএনপি নেতা।
অধ্যাপক মামুন মাহমুদ পবিত্র উমরা হজ্ব পালন করতে সৌদী আরবে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে আজহারুল ইসলাম মান্নান বলেন, মামুন মাহমুদকে কোনো গাড়ি উপহার দেইনি। এটা সঠিক নয়। মনিরুল ইসলাম রবির বক্তব্যের বিষয়ে জানতে তিনি বলেন, রবির এমন বক্তব্য আমি শুনিনি।