সাগরে নিখোঁজ ছাত্র অরিত্রকে উদ্ধারে অভিযান শুরুর দাবি
Published: 8th, December 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নিখোঁজ সহপাঠী অরিত্র হাসানকে উদ্ধারে পুনরায় অভিযান শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’–এর ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে সঞ্চালকের দায়িত্ব পালনকারী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, পাঁচ মাস আগে হিমছড়ি সৈকতে দুর্ঘটনায় তাঁদের বিভাগের তিন শিক্ষার্থী পানিতে ভেসে যান। তাঁদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়, তবে অরিত্র হাসানকে আজও পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমাদের দাবির মূল উদ্দেশ্য অরিত্রকে খোঁজার প্রচেষ্টা পুনরায় শুরু করা। আমরা চাই, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী কোথাও বেড়াতে গেলে যেন যথাযথ পরিকল্পনা ও সতর্কতাসহ যায়।’
অরিত্র ঘটনার প্রত্যক্ষদর্শী এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেওয়ান ইজাজ ফারহান বলেন, ‘সেদিন আমাদের বন্ধু ঢেউয়ে হারিয়ে গেলেও কিছুদিন তল্লাশি চালানোর পর সেই প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি—অরিত্রকে খোঁজার অভিযান আবার শুরু করা হোক।’
চাকসুর এজিএস আয়ুবুর রহমান বলেন, ‘অরিত্র আমাদের শিক্ষার্থী, দেশের নাগরিক। তাঁকে খোঁজার কাজ কিছুদিন চালানো হলেও পরে স্থবির হয়ে যায়। ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলে তাঁকে পাওয়ার সম্ভাবনা ছিল আরও বেশি। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন, সে জন্য পর্যটন পুলিশ ও প্রশাসনের তৎপরতা বাড়াতে হবে।’
কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব, সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়সাল, প্রভাষক গোলাম সরওয়ার এবং চাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) আয়ুবুর রহমান।
চলতি বছরের ৮ জুলাই কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী পানিতে ভেসে গেলে কিছুক্ষণ পর সাদমান রহমানের লাশ উদ্ধার হলেও অরিত্র হাসান (২২) ও আসিফ আহমেদ (২২) নিখোঁজ হন। উত্তাল সাগর, গভীর গুপ্তখাল, পর্যাপ্ত নিরাপত্তাহীনতা এবং ঘটনাস্থলে লাইফগার্ড-নিরাপত্তাকর্মীর ঘাটতি উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। পরদিন নাজিরারটেক এলাকায় আসিফের লাশ ভেসে উঠলেও পাঁচ মাস পরও অরিত্রকে আজও খুঁজে পাওয়া যায়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে পানি সংকট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়া পাম্প বর্তমান জায়গায় পুণঃস্থাপন ও পানি সরবরাহের দায়িত্ব পুনরায় ওয়াসার কাছে ন্যাস্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বন্দরের চৌরাপাড়া পাম্প হাউসের সামনে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা, বন্দর নাগরিক কমিটি(বনাক) ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, শ্রমিক নেতা দাউদ আলী. ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল, মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সহসভাপতি আলী আহমেদ, ক্বারী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ হোসেন, আলহাজ্ব হাফেজ গাজী, মোঃ রিপন, শওকত হোসেন, আলী বাহার প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর , বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৯টি ওয়ার্ডেই তীব্র পানি সংকট বিরাজ করছে। সরবরাহকৃত পানিও ময়লাযুক্ত এবং দুর্গন্ধময় হওয়ায় তা পান করা যায় না। এ ছাড়া চৌরাপাড়া পাম্প হাউসের পাম্পটি সাড়ে ৪ বছর ধরে বিকল হয়ে আছে। অজ্ঞাত কারণে পাম্পটি মেরামত কিংবা নতুন পাম্প স্থাপন করা হচ্ছেনা।
এ কারণে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। অবিলম্বে পানি সংকট নিরসনে উদ্যোগ না নিলে মানববন্ধন থেকে নগরভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।