সরে যাওয়ার ঘোষণাটা আগেই দিয়েছিলেন শামসুর রহমান শুভ। প্রথম শ্রেণির ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন তিনি। দিনটা যখন চলেই এল, ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ইনিংসটি যখন খেলেই ফেললেন তখন নিজেকে আর ধরে রাখতে পারেননি শামসুর।
বরিশাল বিভাগের হয়ে এবারের জাতীয় ক্রিকেট লিগ খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ ইনিংসে ১৭ রানে আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছেন তখন কান্নায় ভিজে যায় তার মুখ। নিজেকে ধরে রাখতে পারেননি। অশ্রুসিক্ত বিদায়ে শেষটা হয়ে থাকল আবেগঘন।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। নিজ দল ও প্রতিপক্ষ তাকে দিয়েছে সম্মান। মাঠে নামার আগে তাকে ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দেয় বরিশাল বিভাগ। দুই পাশে সারি বেধে দাঁড়িয়ে সতীর্থরা। তাদের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করলেন শামসুর। ‘গার্ড অব অনার’ পাওয়ার পালা তার শেষ নয় সেখানেই। মাঠের ভেতরে পিচের কাছে একইভাবে দুই পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে প্রতিপক্ষ সিলেট দলের ক্রিকেটাররাও তাকে সম্মান জানান।
আউট হওয়ার পর প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা এসে বুক চাপড়ে দেন। কেউ করদর্মন করেন। কেউ আলিঙ্গন করেন। মাঠের বাইরে থেকে সবাই তালি দিয়ে বিদায় দেন এই ক্রিকেটারকে।
২০০৫ সালের পহেলা জানুয়ারি প্রথম শ্রেণির ক্রিকেটে পথ চলা শুরু শামসুরের। বিসিবি একাদশের হয়ে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। সেই শুরু এরপর লাগাতার খেলেই গেছেন। সব মিলিয়ে ২১ বছরে ১৬০ ম্যাচে ৩৬.
জাতীয় দলের হয়ে খেলেছেন ৬ টেস্ট। ১২ ইনিংসে রান করেছেন ৩০৫। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। কিন্তু পরের নয় ইনিংসে ফিফটি ছোঁয়া ইনিংস একটাও না থাকায় আর সুযোগ হয়নি তার। ২০১৪ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর তার দিকে আর ফিরেও তাকায়নি নির্বাচকরা।
দিনের খেলা শেষে শামসুর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘আজ প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংসটি খেললাম। জানি না কতটা অর্জন করতে পেরেছি। তবে সবসময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। জানি, আর কখনো সাদা পোশাক গায়ে চাপিয়ে খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারব না। একজন খেলোয়াড়ের জন্য মুহূর্তটি বেদনাদায়ক। সবাই আমার জন্য দোয়া করবেন।”
এরই মধ্যে আম্পায়ারিং ও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনের জন্য কোর্স করেছেন শামসুর। সামনেও ক্রিকেটের সঙ্গে থাকার ইচ্ছা তার।
ঢাকা/ইয়াসিন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রথম শ র ণ র ক র ক ট
এছাড়াও পড়ুন:
দুর্নীতিবিরোধী দিবস বুধবার, দুদকের নানা কর্মসূচি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্য নিয়ে বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হবে।
ব্যাপক উদ্দীপনার মাধ্যমে দিবসটি উদযাপনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ৯ টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
রাজবাড়ী আ.লীগ নেতা ইরাদত আলীর পরিবারের ৬৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকের আদেশ
নোয়াখালীতে ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার
পরে সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম অলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহারিচালক ড. এ কে এনামূল হক।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
একইসাথে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়েও দিবসটি যথাযথভাবে উদযাপিত হবে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ