ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের দ্য আর্থ ইকো লিডারস প্রোগ্রামের আওতায় প্রাপ্ত প্রি শেড ফান্ডিং- এর সহায়তায় ‘বর্ডার লেস’ প্রজেক্টের উদ্যোগে ৩০ জন যুব ও নারী গ্রিন উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে পরিবেশবান্ধব উদ্যোগকে শক্তিশালী করা লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, দলগত ব্যবস্থাপনা, ডিজিটাল লিটারেসি ও সবুজ উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন। অভিজ্ঞ ট্রেইনারদের হাতে-কলমে সেশন পুরো আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে।

প্রজেক্ট লিডার ফাহিম হিমেল বলেন, ‘‘তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই প্রশিক্ষণ তাদের নতুন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার সাহস দেবে।’’

প্রজেক্ট ম্যানেজার আশা আক্তার বলেন, “স্থানীয় পর্যায়ে গ্রীন উদ্যোগ টিকিয়ে রাখতে দক্ষতা উন্নয়ন জরুরি। অংশগ্রহণকারীদের আগ্রহ আমাদের আরো উৎসাহিত করেছে।”

প্রজেক্ট কো-অর্ডিনেটর সাদিয়া জামান আরশি বলেন, “পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। ভবিষ্যতে আরো উন্নত সেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

ব্র্যাক উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো.

শহীদুল ইসলাম বলেন, “সবুজ উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজনে অংশ নেওয়া তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত সম্ভাবনাময়।”

গ্রীন কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাকেরা বানু বলেন, “নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। তারা পরিবেশবান্ধব ব্যবসা মডেল নিয়ে কাজ করলে স্থানীয় অর্থনীতি ও পরিবেশ দুটিই উপকৃত হবে।”

এক নারী উদ্যোক্তা বলেন, “নেতৃত্ব ও দল পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি। নিজের উদ্যোগকে আরো পেশাদারভাবে এগিয়ে নিতে পারব।”

এক যুব অংশগ্রহণকারী বলেন, “ডিজিটাল লিটারেসি ও গ্রীন বিজনেস মডেলের সেশনগুলো আমার ভবিষ্যৎ উদ্যোগ পরিকল্পনায় নতুন দিশা দেবে।”

পরিবেশবান্ধব উদ্যোক্তা গোষ্ঠী গড়ে তুলতে বর্ডারলেস প্রজেক্ট ভবিষ্যতেও আরো প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও ফলোআপ প্রোগ্রাম আয়োজন করবে। সবুজ উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সম্পৃক্ততা আরো বাড়ুক এমন প্রত্যাশা আয়োজকদের।

ঢাকা/হাসিবুল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ য ক ত পর ব শ উদ য গ

এছাড়াও পড়ুন:

ইউএনএফপিএ গ্লোবাল ইন্টার্নশিপ, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সুযোগ

জাতিসংঘের অধীন ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড ( ইউএনএফপিএ) শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য ‘গ্লোবাল ইন্টার্নশিপ রোস্টার ২০২৫’ ঘোষণা করেছে। এটি একটি বেতনভিত্তিক আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম। অংশগ্রহণকারীরা জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও সদ্য কৃতকার্য গ্র্যাজুয়েটরা।

আবেদনকারীদের অন্তত একটি পূর্ণ একাডেমিক বছর সম্পন্ন থাকতে হবে।

স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের পথে থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যাঁরা সর্বশেষ এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন, তাঁরাও যোগ্য।

আবেদনকারীদের জাতিসংঘের অন্তত একটি কার্যকর ভাষায় (ইংরেজি বা ফরাসি) দক্ষ হতে হবে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট অফিসের সরকারি ভাষায়ও পারদর্শিতা থাকতে হবে (আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ বা স্প্যানিশ)।

ইউএনএফপিএতে যদি আবেদনকারীর নিকট আত্মীয় (পিতা-মাতা, ভাই-বোন বা সন্তান) কর্মরত থাকেন, তবে তাঁরা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য নন।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫সুবিধাগুলো

অংশগ্রহণকারীরা নির্দিষ্ট স্টাইপেন্ড পাবেন।

স্টাইপেন্ডের পরিমাণ নির্ভর করবে কাজের স্থানের ওপর এবং সাধারণত স্থানীয় মুদ্রায় প্রতি মাসের শেষে প্রদান করা হবে।

এর মাধ্যমে ইন্টার্নরা আর্থিক চাপ ছাড়াই ইন্টার্নশিপের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

ইউএনএফপিএ’র বিভিন্ন অফিসে কাজ করার সুযোগ থাকবে, ফলে ইন্টার্নরা তাঁদের পছন্দমতো কর্মস্থল বেছে নিতে পারবেন।

জাতিসংঘের বহু সাংস্কৃতিক পরিবেশে কাজ করার মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবেন।

এই ইন্টার্নশিপ ভবিষ্যতে জাতিসংঘ বা ইউএনএফপিএর অন্য কর্মসূচিতে কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

আরও পড়ুনকানাডায় টিউশন ফি ছাড়াই স্কলারশিপ, ৭০০টির বেশি প্রোগ্রাম২৭ অক্টোবর ২০২৫আবেদনপ্রক্রিয়া

ইউএনএফপিএর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

আবেদন করার আগে অবশ্যই যোগ্যতার শর্তগুলো ভালোভাবে পড়ে নিতে হবে।

আবেদনপ্রক্রিয়ার কোনো ধাপে ফি দিতে হয় না।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ১৯ অক্টোবর ২০২৫আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ২৬ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • দেশজুড়ে বাংলালিংকের ওয়াকাথনের উদ্বোধন
  • নেস্‌লে বাংলাদেশের ‘এইচএমও লুমিনারি সামিটে’ দেশ-বিদেশের স্বাস্থ্যবিশেষজ্ঞরা
  • ইউএনএফপিএ গ্লোবাল ইন্টার্নশিপ, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সুযোগ
  • অনলাইনের যেকোনো তথ্য যাচাই করতে হবে