সংস্কারের মাধ্যমে এক বছরে দেশের শ্রম খাতকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নতুন মর্যাদায় উন্নীত করেছে অন্তর্বর্তী সরকার। শ্রমিক, মালিক ও সরকার মিলে ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে কাজ করার ফলে তা সম্ভব হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আজ সোমবার ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘এক বছরের অর্জন ও সাফল্য’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে শ্রম খাতে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন শ্রম উপদেষ্টা। এতে শ্রমসচিব মো.

সানোয়ার জাহান ভূঁইয়া সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক বছরে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ করা হয়েছে। এতে গৃহকর্মী ও কৃষিশ্রমিকদের সংগঠন করার অধিকার, প্রসূতি ছুটি ১২০ দিনে নির্ধারণ, শ্রমিকদের কালোতালিকা ভুক্ত করা নিষিদ্ধ, ট্রেড ইউনিয়ন নিবন্ধনে ২০ জন সদস্যের সম্মতি এবং ভবিষ্যৎ তহবিল বাধ্যতামূলক করাসহ যুগান্তকারী সংস্কার আনা হয়েছে।

এ ছাড়া ‘কর্মহীন শ্রমিকদের সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০২৫’ চালু করা হয়েছে। পোশাক খাতে বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশে উন্নীত করা হয়েছে। ৭টি শিল্প খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে এবং আরও ২১টি খাতকে এ কাঠামোয় আনার প্রক্রিয়া চলছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন করে আনুষ্ঠানিকভাবে সংস্থাটিতে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যারা আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থন করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এক বছরে বেক্সিমকো গ্রুপের ৩১ হাজার ৬৬৯ শ্রমিক-কর্মকর্তার পাওনা পরিশোধে ৫৭৫ কোটি টাকা ঋণসহায়তা, নাসা গ্রুপের ১৭ হাজার ১৩৪ শ্রমিক-কর্মচারীর ৩১ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধ, পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া মালিকদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারির উদ্যোগ গ্রহণ, ৩৪৭টি নতুন ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও ৪৮ হাজার শ্রমিকের নামে দায়ের হওয়া ৪৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার, ৩ হাজার ৪৫৩ শিশুকে শ্রম থেকে প্রত্যাহার করা, ১১ হাজার ৬৯১টি পরিদর্শন ও ১৬টি মামলা দায়ের, পোশাক খাতে ৩৪৭টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং ১ হাজার ২৭০ নারী শ্রমিককে ৩২ কোটি ৬৫ কোটি টাকার মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় তহবিল ও শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ২২ হাজার ৯৪৮ শ্রমিক ও পরিবারকে ৮০ কোটি টাকার বেশি চিকিৎসা, মৃত্যু ও শিক্ষাবৃত্তি বাবদ সহায়তা দেওয়া হয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ১ হাজার ৭৫৫ জন কর্মহীন শ্রমিককে ১ কোটি ৫৭ লাখ টাকা সহায়তা করা হয়েছে। এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের মাধ্যমে ৮১ জনকে দেওয়া হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা।

এক বছরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের সমন্বয়ক নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রাজশাহীতে চালু করা হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। ময়মনসিংহে নতুন শ্রম আদালত স্থাপন এবং শ্রম আদালতগুলোতে ১৩ হাজার ১৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

২০ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করতে পারবে, শ্রম আইনে যুক্ত করা এমন ধারাকে স্বাগত জানায়নি পোশাক খাতের মালিকপক্ষ, ত্রিপক্ষীয় বৈঠকেও তারা এতে রাজি হননি—এ বিষয়ে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, মালিকপক্ষের চাওয়ার তুলনায় সামান্য হেরফের হয়েছে। আর মালিকপক্ষ তো শ্রম আইনের সংশোধনই চায়নি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক বছর

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জুলাই-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৩১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৮২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.৫৮) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৭১ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • নিজেদের কোনো খেলোয়াড়কে নয়, গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছেন এক ভারতীয়কে
  • শিক্ষা ভবন মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ
  • বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ
  • আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান
  • রকেটের শক্তি জোগাবে চাঁদের ধূলিকণা
  • শিক্ষা ভবনের সামনে আজও সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান 
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  • প্রথম প্রান্তিকে ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে ২৪৩.১৮ শতাংশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং