কম্পিউটার সিটির মেলা শুরু, কমদামে প্রযুক্তিপণ্য কেনাসহ পুরস্কারও পাওয়া যাচ্ছে
Published: 8th, December 2025 GMT
বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর হালনাগাদ প্রযুক্তিপণ্য নিয়ে আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’ নামের কম্পিউটার মেলা। ছয় দিনের এই মেলায় মূল্যছাড়ে পণ্য বিক্রির পাশাপাশি ক্রেতাদের নানা ধরনের উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে কমদামে সর্বশেষ প্রযুক্তির পণ্য কিনতে উদ্বোধনের পরপরই মেলায় এসেছেন অনেকে। দুপুরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডর ব্যবস্থাপনা পরচালক গৌতম সাহা এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সরকার প্রতিবছর শতকোটি টাকার কম্পিউটার বা ল্যাপটপ কিনে স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করে। কিন্তু বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, সেই ল্যাপটপ বা কম্পিউটার ডাস্ট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। শিক্ষার্থীদের বলা হয়, খুব বেশি ধরা যাবে না, নষ্ট হয়ে যাবে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে কম্পিউটার পৌঁছাতে পারলে এই দেশ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে পিছিয়ে থাকবে না, বরং আগামী দিনগুলোতে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাবে। আর তাই প্রতিটি শিশুর কাছে কম্পিউটার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আকতার হোসেন। তিনি বলেন, প্রযুক্তিপণ্যের গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে একটি সংযোগ তৈরি করাই এই মেলার লক্ষ্য। মেলায় দেশের বাজারে থাকা নতুন সব প্রযুক্তিপণ্য সম্পর্কে জানা যাবে। প্রতিবছরের মতো এবারও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য নানা ধরনের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মেলার প্রধান ফটক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগ: ট্রফিতে এক হাত দিয়ে রাখল রংপুর
আফিফ হোসেনের বলে স্কয়ার কাট করে চার মারলেন ইকবাল হোসেন। সঙ্গে সঙ্গেই দৌড় শুরু হলো রংপুর বিভাগের ডাগআউটে দাঁড়িয়ে থাকা সবার। মাঠে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন। কেউ কেউ তুলে নিলেন স্টাম্পও। তাঁদের এই উচ্ছ্বাস জাতীয় ক্রিকেট লিগে আরেকবার ‘চ্যাম্পিয়ন’ হওয়ার? না, তিন দিনের মধ্যে খুলনাকে ৭ উইকেটে হারিয়ে আজই আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয়ে যায়নি রংপুর। তবে তাদের এই জয় আর শেষ রাউন্ডে অন্য তিন শিরোপাপ্রতিদ্বন্দ্বীর দুর্দশার কারণেই রংপুরের তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়াটা প্রায় নিশ্চিতই।
একটু যে অনিশ্চয়তা, সেটি সিলেট বিভাগের কারণে। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ রাউন্ড শুরু করা সিলেট খেলছে বরিশালের বিপক্ষে। এই ম্যাচে সিলেট জিতলে চ্যাম্পিয়ন হবে তারাই। কিন্তু আগামীকাল অলৌকিক কিছু না হলে দলটির জয়ের সম্ভাবনা খুবই কম। রাজশাহীতে আজ তৃতীয় দিনটা বরিশাল শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১২ রান তুলে। সিলেটের প্রথম ইনিংসের চেয়ে দলটি এগিয়ে ২৩৭ রানে। আগামীকাল বরিশাল কত রানের লক্ষ্য দেবে সিলেটকে, কে জানে। সিলেটের ম্যাচ জয়ের মতো সময়ও থাকবে কি না, সেটিও প্রশ্ন।
শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে শেষ রাউন্ড শুরু করেছিল চারটি দল। এর মধ্যে খুলনাকেই হারিয়েছে রংপুর। রাজশাহীর কাছে হারাও প্রায় নিশ্চিত প্রথমবার লিগ খেলতে এসেই শিরোপার সম্ভাবনা জাগিয়ে তোলা ময়মনসিংহের। শীর্ষে থেকে শেষ রাউন্ডে খেলতে নামা সিলেটের জন্যও বরিশালের বিপক্ষে শেষ দিনে ম্যাচ জেতা বেশ কঠিন।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলছেন ৯৫৭৪ রান করা শামসুর রহমান