বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়েছে। এতে শহীদ কমর উদ্দিন বাঙ্গির নাতি শিমুলসহ তিনজন আহত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় বাড়িতে হামলা করা হয়। ভুক্তভোগীরা সদর থানায় মামলা করেছেন।

আরো পড়ুন:

নোয়াখালীতে বুলুর নির্বাচন কমিটি গঠনের সভায় হামলা-ভাঙচুর

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫ 

রাতে বাড়ির সামনে শিমুল ব্যাডমিন্টন খেলছিল। কয়েকজন যুবক এসে তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শিমুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচাতে গেলে স্থানীয় বাসিন্দা দুইজনকে হামলাকারীরা মারধর করে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহীদ কমর উদ্দিনের মা জমেলা বেগম বলেন, ‘‘আমার ছেলে দেশের জন্য জীবন দিল। আর আজ আমাদের বাড়িতে হামলা হয়। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না? কয়েকজন যুবক হঠাৎ এসে আমাদের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। এমন ঘটনা কখনো দেখিনি। আমরা সুষ্ঠু বিচার দাবি করি।’’  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘‘তারা অভিযোগ দেওয়ায়, সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’’

ঢাকা/এনাম/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ মল

এছাড়াও পড়ুন:

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের জামিন আবারও নামঞ্জুর

মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াসহ ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের জামিন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামির অনুপস্থিতিতে জামিন শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবী।

আসামি আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়। বিচারক জামিন নামঞ্জুর করেন। এরপর আজ ফৌজদারি বিধিমোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। এতে আসামিপক্ষের তিনিসহ (জিন্নত আলী) কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে জামিন শুনানিতে অংশ নেন সরকারি কৌসুঁলি (পিপি) নূরতাজ আলম বাহার। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান আসামির জামিন নামঞ্জুর করেন।

পিপি নূরতাজ আলম বাহার বলেন, আবুল সরকার যে কটূক্তি করেছেন, তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে ধারায় (২৯৫ এর ‘ক’ ধারা) আসামির বিরুদ্ধে মামলা হয়েছে, তা জামিন অযোগ্য অপরাধ।

মামলার এজাহার এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাঁকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পর্কিত নিবন্ধ