রাজধানী ঢাকাসহ দেশের আট জেলা অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে। সেইসঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রোববার চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ সারাদেশের কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ব র গরম দ শ র অন য স ইসঙ গ

এছাড়াও পড়ুন:

মামলার সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমির হোসেন নামের আরেকজন আহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ হত্যা মামলায় সাক্ষী দেওয়ায় তাকে কুপিয়ে হত্যা করেছে মামলার আসামিরা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা এলাকায় নিজ দোকানে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। পরে শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্বপন এলাকার রজব আলীর ছেলে। তিনি আনন্দ মোহন কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। পাশাপাশি ওই এলাকায় তার একটি মুদি দোকানও রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ২০২২ সালে ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে। তাদের দায়ের করা এ মামলায় দিলীপ কারাগারে ছিলেন। বছরখানেক আগে দিলীপ জামিনে ছাড়া পেয়ে এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের দোকানে তার চাচাতো ভাই আমির হোসেনকে মামলা তুলে নিতে চাপ দেয় দিলীপ। রাজি না হওয়ায় দিলীপ ও তার সহযোগীরা আমির হোসেন ও স্বপনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। 

কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকাজ চলছে, দ্রুত আসামি গ্রেপ্তার হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সকালেই স্বস্তির বৃষ্টি
  • ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
  • ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
  • তাপ কিছুটা কমেছে, কয়েক জেলায় বৃষ্টি শুরু
  • ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর
  • তাপপ্রবাহ কমতে পারে কবে, আছে বৃষ্টির সুখবর
  • দুই ঘণ্টার শ্রম বিক্রির হাট
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
  • মামলার সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ