নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা-ভাঙচুর-আগুন
Published: 11th, May 2025 GMT
নোয়াখালীতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ ওরফে পিন্টুর বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৭০-৮০টি মোটরসাইকেলে একদল তরুণ এসে শহরের জয়কৃষ্ণপুর গ্রামে অবস্থিত বাড়িটিতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ আত্মগোপনে রয়েছেন। বাড়িতে থাকেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। এ ছাড়া চারতলা বাড়িটিতে সাতটি পরিবার ভাড়া থাকে। আজ রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে কাচ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তিনটি গাড়ি। নিচতলার বসার ঘরে দেয়ালে আগুনের পোড়া দাগ। দুটি ফ্রিজ, টেলিভিশনসহ আসবাব ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। দ্বিতীয় তলার একটি বসার ঘর ও দুটি শোবার ঘরেও ভাঙা আসবাব ছড়িয়ে থাকতে দেখা যায়। নিচতলায় ভাড়ায় থাকা একটি পরিবারের বিভিন্ন কক্ষেও ভাঙচুর করা হয়েছে।
সরেজমিনে আবদুল ওয়াদুদের স্ত্রী সাবরিনা মাহজাবিনের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে তিনি দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলে করে একদল লোক তাঁর বাড়ির ভেতর ঢুকে। তারা এসেই আগে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এরপর প্রথমে ভবনের সামনের সব জানালা ভাঙচুর করে। পরে অনবরত লাথি দিয়ে দরজা খুলে ফেলে বাসার ভেতর ঢুকে নিচতলা ও দ্বিতীয় তলায় নির্বিচারে ভাঙচুর চালায়।
সাবরিনা মাহজাবিন বলেন, ‘হামলা-ভাঙচুরের সময় দুই মেয়েকে নিয়ে একটি কক্ষের ভেতর ঢুকে কোনোরকমে প্রাণে রক্ষা পেয়েছি। হামলাকারী গাড়ি, আসবাবসহ ঘরে ব্যাপক ভাঙচুরের মাধ্যমে প্রায় আধা ঘণ্টা তাণ্ডব চালিয়েছে। এরপর নিচতলায় থাকা সোফায় আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। তারা যাওয়ার পর প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়েছেন।’ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে বলে জানান সাবরিনা।
আত্মগোপনে থাকা আবদুল ওয়াদুদ হোয়াটসঅ্যাপে কল দিয়ে প্রথম আলোকে বলেন, এভাবে কারও বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের রাজনীতি তিনি কখনো করেননি। ঘরের ভেতর আগুন দেওয়ায় তাঁর স্ত্রী ও দুই মেয়ের জীবন শঙ্কায় ছিলেন। এ ঘটনায় তাঁর পরিবার আইনের আশ্রয় নেবে।
ভাঙা অবস্থায় ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে আসবাব.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন চতল আসব ব অবস থ আওয় ম
এছাড়াও পড়ুন:
শত কোটি টাকার নদী খনন কাজ বন্ধ
নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর খনন কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কিছুদিন কাজ করার পর তা বন্ধ চলে যায় চুক্তি করা টিকাদারী প্রতিষ্ঠান। দ্রুত পুনরায় খনন কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন থেকে সংরক্ষণ প্রকল্পের আওয়াতায় ২৫০ কোটি ব্যয়ে নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর ৫৮ কিলোমিটার খনন কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প অনুযায়ি, চেঙ্গী নদীর মহালছড়ি থেকে নানিয়ারচর বুড়িঘাট শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি স্তম্ভ এবং মাইনি নদীর ইয়ারাংছড়ি থেকে লংগদু মুখ পর্যন্ত খনন করার কথা।
আরো পড়ুন:
ঢাকার ৪৪ খাস পুকুর-জলাশয় সংস্কার শুরু
মাদারীপুরে নদীর মাটি চুরি, ভাঙন আতঙ্ক
কিন্ত মাইনি নদীর খনন কাজ চললেও চেঙ্গী নদীর কাজ কিছুদিন করার পর বন্ধ করে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান। মহালছড়ি থেকে নানিয়ারচর অংশে কাজ নতুন করে শুরু হলেও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থেকে বুড়িঘাট শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি স্তম্ভ পর্যন্ত অংশের খনন কাজ ৩-৪ মাস ধরে একেবারে বন্ধ।
এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের জানুয়ারিতে। ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
নানিয়ারচর পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম, মো. আনসার আলী ও হাসাপতাল এলাকা বাসিন্দা মো. নুরুল হক জানান, নদীর খনন কাজ শেষ হলে তারা উপকৃত হতেন। বিশেষ করে কাপ্তাই হ্রদের পানি যখন কমে যায়, শুকনা মৌসুমে নদী পথে তাদের মালামাল আনা-নেওয়া করতে সুবিধা হত। আর সেই মাটিগুলো দিয়ে যদি নিচু রাস্তাগুলো উচু করা যেত তাহলে তারা উপকৃত হতেন। তাদের দাবি আবার যেন দ্রুত খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।
এনিয়ে কথা বলতে নানিয়ারচর অংশের টিকাদারী প্রতিষ্ঠান ওয়েল এডব্লিউআর (জেভি) এর ম্যানেজার মো. মাহবুবের ও মহালছড়ি অংশের ঠিকাদারী প্রতিষ্ঠান এআরকেএল-এসএমআইএল (জেবি) এর ম্যানেজার মো. সোয়েবের মোবাইল নাম্বারে কল দেওয়া হলে তারা রিসিভ করেননি।
পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ জানান, চেঙ্গী নদীর মহালছড়ি থেকে নানিয়ার এর কাজ মাঝখানে বন্ধ হয়েছিল, ড্রেজার নিয়ে গিয়েছিল কন্ট্রাকটর। তখন কাজ বাতিলের নোটিশ করেছিলেন। তবে মহালছড়ি অংশের ঠিকাদার আবার নতুন করে ড্রেজার নিয়ে এসেছে। এখন থেকে নিয়মিত কাজ চলবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, নানিয়াচরে ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনার কারণে কাজ করতে পারেনি। ফলে উপরের নির্দেশে কাজ বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে নতুন করে ঠিকাদার নিয়োগ করতে হবে। আর মাইনী নদীর খনন কাজ চলমান আছে, আগামী জুন মাসে শেষ হবে।