পটুয়াখালীর বাউফলে তাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সোহান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্ত গ্রাম এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান চুক্তিভিত্তিক গাছে উঠে পানি তাল ও নারিকেল সংগ্রহের কাজ করতেন। সোমবার ৪০০ টাকা চুক্তিতে আশরাফ মাওলানা মাদ্রাসা সংলগ্ন একটি তাল গাছে উঠে পানি তাল সংগ্রহ করছিলেন। একপর্যায়ে গাছ থেকে নিচে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

রংপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আকতারুজ্জামান সরকার বলেন, ‘‘বিষয়টি আমরা জেনেছি। তবে, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে নিকলীতে বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

নিকলীর এসিল্যান্ড প্রতিক দত্ত জানান, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানায়, ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ