তাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
Published: 12th, May 2025 GMT
পটুয়াখালীর বাউফলে তাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সোহান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্ত গ্রাম এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহান চুক্তিভিত্তিক গাছে উঠে পানি তাল ও নারিকেল সংগ্রহের কাজ করতেন। সোমবার ৪০০ টাকা চুক্তিতে আশরাফ মাওলানা মাদ্রাসা সংলগ্ন একটি তাল গাছে উঠে পানি তাল সংগ্রহ করছিলেন। একপর্যায়ে গাছ থেকে নিচে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
ঝড়ে গাছের ডাল ভেঙে র্যাব সদস্য নিহত
রংপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/ইমরান/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ