প্রথম দফা অস্ত্রোপচারে গুলি বের করা সম্ভব হয়নি। পাঁজরের ভাঙা হাড় ঠিক করা হয়েছিল। দ্বিতীয় অস্ত্রোপচারে গুলি বের করা সম্ভব হয়। বুকে অস্ত্রোপচারের গভীর দাগ। ৯ মাস হয়ে গেলেও সময়ে সময়ে শরীরে যন্ত্রণা হয়। বেশিক্ষণ শুয়ে–বসে থাকতে পারেন না। তবে শারীরিক অবস্থা যা–ই হোক, পড়ালেখায় আর অবহেলা করবেন না, সেই লক্ষ্য নিয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন জুলাই গণ–অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত মো.

জুবায়ের আহম্মেদ (১৯)। এর আগে অর্থসংকটে তিনি তিন বছর এসএসসি পরীক্ষা দিতে পারেননি। আগামীকাল ১৩ মে তাঁর শেষ পরীক্ষা।

মো. জাকির হোসেন ও জেসমিন আক্তার দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে ছোট জুবায়ের। তাঁরা থাকেন রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায়। বাবা জাকির হোসেন গাড়িচালক। আর বোন জাকিয়া সুলতানা বাড্ডায় নিজের সংসারে থাকেন। জুবায়ের কামারপাড়া উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র হিসেবে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

গতকাল রোববার জুবায়েরের সঙ্গে কথা হয়। সে সময় তিনি পড়াশোনা নিয়ে তাঁর আগ্রহ, লড়াই, সেনাসদস্য হতে চাওয়ার স্বপ্ন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আর দেশ নিয়ে প্রত্যাশার কথা জানালেন। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার জুবায়েরের লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। নিজেকে সেভাবেই তৈরি করছিলেন। স্কাউটের সদস্য হয়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ায় সেনাসদস্য হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না বলে মনে করছেন তিনি। তবে তাঁর এখন গর্ব হয় অভ্যুত্থানে অংশ নিয়ে দেশের জন্য কিছু করতে পেরেছেন এই ভেবে।

গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জুবায়ের গুলিবিদ্ধ হন। গুলি তাঁর পাঁজরের নিচের অংশ ভেদ করে পাকস্থলী স্পর্শ করে বাঁ পাশে আটকে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার কাগজপত্রে জুবায়েরের বিষয়ে লেখা, ‘বুলেট ইনজুরি’।

‘শ্বাসকষ্ট হচ্ছিল, শার্ট খুলে দেখি বুকে ছিদ্র’

জুবায়ের জানান, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে তিনি ও তাঁর বন্ধু নাঈম আন্দোলনে যোগ দেওয়া শুরু করেন। ১৮ জুলাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হওয়ার পর তিনি প্রচণ্ড বিষণ্ন হয়েছিলেন। মুগ্ধ আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সদস্য ছিলেন। ২০২২ সাল থেকে ওই একই গ্রুপের সদস্য জুবায়ের। তিনি জানান, আন্দোলনে অংশ নেওয়ার পর ২ আগস্ট তাঁর পায়ে ছররা গুলি লাগে। সেটা ততটা গুরুতর ছিল না। ৪ আগস্ট সকাল ১০টায় শিক্ষার্থীদের দলের সঙ্গে তিনি বের হন।

জুবায়ের বলেন, ‘দুপুর ১২টার দিকে বুকের হাড়ে ভারী কিছু আঘাত করার মতো অনুভূত হয়। শ্বাসকষ্ট হচ্ছিল। শার্ট খুলে ফেললাম। শার্ট খুলে দেখি, বুকে ছিদ্র। কয়েক সেকেন্ড পর রক্ত পড়া শুরু হলো। শরীরের সমস্ত শক্তি দিয়ে পাঁচ–সাত কদম দৌড়ে বন্ধুর কাছে গিয়ে বলি, দোস্ত, আমার গুলি লেগেছে। এটা বলেই নিচে পড়ে যাই।’

জুবায়ের বলেন, তিনি কখনো অচেতন ছিলেন, কখনো জ্ঞান ছিল। পরে শুনেছেন, তাঁকে শিক্ষার্থীরা কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ব্যান্ডেজ করে দেওয়ার পর আরেকটি বড় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অক্সিজেন ও রক্ত দেওয়া হয়। পরীক্ষা করে শনাক্ত করা হয় গুলিটি কোথায় আটকে আছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাঁরা উত্তরায় অন্য একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে এমআরআইসহ বেশ কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করতে বলা হয়। কিন্তু পরে ‘ঝামেলার ভয়ে’ অস্ত্রোপচার না করেই পরীক্ষা–নিরীক্ষা বাবদ ১৯ হাজার টাকা বিল ধরিয়ে দেয়। অনেক দেনদরবার করে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সন্ধ্যা সাতটা বেজে যায়।

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সদস্য ছিলেন। ২০২২ সাল থেকে ওই একই স্কাউট গ্রুপের সদস্য জুবায়ের। মুগ্ধ নিহত হওয়ার পর বিষণ্ন হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প র সদস য পর ক ষ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা