সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো-ঘ-০২-২০৪০) গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। 

এসময় গাড়ী থেকে ৮টি ছোট বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ফারুক হাসান নামে শাহীন আল মামুনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

অভিযানে অংশ নেয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ জানান, এই গাড়িটি শাহীন আল মামুনের। এ গাড়িতে তল্লাশী করে দেশীয় অস্ত্র ও মাদকসহ চালককে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দেশীয় অস্ত্র ও মাদকসহ একটি গাড়ি আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ শ হ ন আল ম ম ন র স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় কোটি টাকার অস্ত্র-মাদকসহ আটক ৫

কুষ্টিয়ায় অস্ত্র, মাদক ও বিভিন্ন চোরাই পণ্যসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা এসব মালামালের দাম কোটি টাকার বেশি।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৪৭ বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট ভোরে দৌলতপুর সীমান্তবর্তী মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, ৯০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল এসএসডি উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

কলমাকান্দায় ভারতীয় মদসহ যুবক আটক

বরিশালে ১১ মামলার আসামি রাসেল গ্রেপ্তার

আটক ব্যক্তিরা হলেন— দৌলতপুর উপজেলার পুরাতন ঠোটার পাড়া গ্রামের ছম্মাত আলী ছেলে সিনবাদ আলী (২৭) ও মোহাম্মাদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)। সিনবাদ সাম্প্রতিক এক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে বিজিবি। 

এর আগে ১৫ আগস্ট দিন ও রাতে পৃথক অভিযানে আরো তিনজনকে আটক করা হয়। এ সময় ৫৪ বোতল ফেন্সিডিল, মোবাইল ফোন, ৫ হাজার ৩৬০ প্যাকেট নকল বিড়ি, ৪০০ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৯৮০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ সময় আটক হন দৌলতপুর উপজেলার চরুইকুরি মরার পাড়া এলকার গাজী মন্ডল ছেলে স্বপন মন্ডল (২৩), একই এলকার মৃত দুল্লুক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মুন্সিপাড়া এলাকার খলিলুর রহমান ছেলে মো. রাসেল (২০)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ করা মালামাল যথাযথভাবে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে আছে। এ ধরনের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • টেকনাফে উপজেলা আ.লীগের সম্পাদকসহ ৩ নেতা গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় কোটি টাকার অস্ত্র-মাদকসহ আটক ৫