ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করেছে: মোদি
Published: 12th, May 2025 GMT
‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে তাদের বাঁচানোর অনুরোধ করেছে।
আজ সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন মোদি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন তিনি। এর আগে গত শনিবার পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে শুধু। এ সময়ে ‘সন্ত্রাসবাদীদের’ প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ করা হবে। ‘সন্ত্রাসবাদে’ পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না। ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ও সহ্য করা হবে না।
যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এমন বক্তব্যও নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে। সেখানেও ব্যর্থ তারা। তাদের ক্ষেপণাস্ত্র-ড্রোন আকাশেই অকেজো করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: এর মানে আসলে কী১৪ ঘণ্টা আগেনরেন্দ্র মোদি বলেন, ভারতের আক্রমণে দিশাহারা পাকিস্তান জনে জনে অনুরোধ করেছে তাদের বাঁচাতে। শেষ পর্যন্ত ১০ মে তারা ভারতের সামরিক বাহিনীর (ডিজিএমও) শরণাপন্ন হয়। সেই অনুরোধ ভারত মেনে নিয়েছে। কিন্তু এটা জানানো প্রয়োজন, ভারত সাময়িকভাবে আক্রমণ স্থগিত রেখেছে শুধু।
ভারতের পুরোনো নীতির কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ দমন নিয়ে। আলোচনা হলে তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে।
আরও পড়ুনক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ: ভারতের বিমানবাহিনী১৫ ঘণ্টা আগেএটি যেমন যুদ্ধের যুগ নয়, তেমনই সন্ত্রাসবাদের যুগও নয় উল্লেখ করে মোদি বলেন, ‘পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসীদের মদদ দিয়ে চলছে, তাতে একদিন তারা নিজেরাই শেষ হয়ে যাবে। তাদের বুঝতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা যদি লড়তে না পারে, তাহলে শান্তিতে থাকতে পারবে না।’
আরও পড়ুন‘উদ্বেগজনক’ গোয়েন্দা তথ্য পেয়ে নরেন্দ্র মোদিকে ফোন করেন জেডি ভ্যান্স১১ মে ২০২৫আরও পড়ুনভারত না পাকিস্তান, লড়াইয়ে জিতল কে১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন র ধ
এছাড়াও পড়ুন:
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদা আক্তারের ছয় সন্তানের মধ্যে পাঁচজনই মারা গেল। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়ার পরপরই একটি শিশু মারা যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চার নবজাতকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার রোববার সকালে একসঙ্গে এই ছয় সন্তানের জন্ম দেন। তাঁর স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। মোকসেদা আক্তারের ননদ লিপি বেগম আজ প্রথম আলোকে বলেন, বেঁচে থাকা একমাত্র নবজাতকের অবস্থাও বেশি ভালো নয়।
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন। সন্তানেরা ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল ৬০০ থেকে ৯০০ গ্রামে মধ্যে। এ কারণে তাদের সবার অবস্থাই ছিল সংকটজনক।
আরও পড়ুনঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, নবজাতকদের অবস্থা সংকটাপন্ন২২ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে আইসিইউতে পর্যাপ্ত শয্যা খালি না থাকায় তিনজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র নবজাতকটি বেসরকারি হাসপাতালে আছে।