পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
Published: 13th, May 2025 GMT
পাবনা সদর উপজেলায় বাবুল শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু ওই ইউনিয়নের বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের নেতা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদের অনুসারী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল শেখ গ্রামের বাজারে চায়ের দোকানে মধ্যরাত পর্যন্ত আড্ডা দিতেন। গতকাল রাতেও তিনি সেখানে ছিলেন। ওই দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দেন। কিছুদূর যেতেই রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাঁকে পেছন থেকে গুলি করে এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাবুল শেখকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাবুল শেখ নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সর্বহারা দলের স্থানীয় নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি হত্যা ও ডাকাতির মামলা এবং আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দল ও পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে। এসব ব্যক্তির হিসাবের যাবতীয় তথ্য জানাতে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।
বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। হিসাবের যাবতীয় তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির হিসাবে অস্বাভাবিক কোনো লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে জানা যাবে।
আরো পড়ুন:
১২ দিনে দেশে রেমিট্যান্স এল ১০৫ কোটি ডলার
১০০ টাকার নতুন নোট বাজারে, আসল-নকল চেনার উপায়
যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার।
ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা সাবেক ডেপুটি গভর্নররা হলেন এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দি। মো. মাসুদ বিশ্বাস বিএফআইইউর প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন। আবু হেনা মো. রাজী হাসান দীর্ঘদিন বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকগুলোকে পাঠানো বিএফআইইউ চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি ফরমসহ সব তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে, সেটির তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/নাজমুল/সাইফ