নটর ডেম শিক্ষার্থী ধ্রুবব্রতের শেষকৃত্য সম্পন্ন, ছেলেকে নিয়ে লেখালেখি চান না বাবা
Published: 13th, May 2025 GMT
রাজধানীর নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে মারা যাওয়া শিক্ষার্থী ধ্রুবব্রত দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শহরের পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় ধ্রুবব্রত দাসের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
ধ্রুবব্রত গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার বাণীব্রত দাসের ছেলে। গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর তিনি নটর ডেম কলেজে ভর্তি হয়েছিলেন। এবার কলেজের বিজ্ঞান বিভাগ থেকে তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
গতকাল সোমবার বাবার সঙ্গে কলেজ থেকে আগামী মাসে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে গিয়েছিলেন ধ্রুবব্রত। ক্যাম্পাসে অভিভাবকদের ঢুকতে না দেওয়ায় বাবা কলেজের মূল ফটকের বাইরে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর বাবা দেখতে পান, সহপাঠীরা তাঁর ছেলেকে রক্তাক্ত অবস্থায় রিকশায় তুলছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ছেলেকে মৃত ঘোষণা করেন।
কলেজের শিক্ষার্থীরা জানান, সোমবার বেলা সোয়া তিনটার দিকে ধ্রুবব্রত দাস কলেজের ‘ফাদার টিম’ ভবনের পঞ্চম তলার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ সকালে অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে ধ্রুবব্রতের লাশ গাইবান্ধায় আনা হয়। প্রথমে লাশ গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার বাসায় নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন ও এলাকাবাসী লাশ একনজর দেখতে ভিড় করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। এরপর তাঁর লাশ শহরের পৌর শ্মশানে নিয়ে যাওয়া হয়। বেলা তিনটার দিকে পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তবে ছেলের মৃত্যু নিয়ে পত্রিকায় লেখালেখি হোক, চান না ধ্রুবব্রত দাসের বাবা বাণীব্রত দাস। তিনি কোনো ছবি না তুলতে সাংবাদিকদের অনুরোধ করেন। বাণীব্রত দাস বলেন, ‘আমার ছেলে গেছে। আমি লেখালেখি চাই না।’ এ সময় ধ্রুবব্রতের মা তমা রানী সিং আহাজারি করছিলেন।
ধ্রুবব্রত দাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।