গাজীপুরের কালীগঞ্জে বিএনপির উপজেলা ও পৌর শাখার দুইটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় কমিটিগুলোর ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. হুমায়ূন কবির মাস্টারকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব করা হয়েছে।

অন্যদিকে, মোহাম্মদ হোসেন আরমান মাস্টারকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এবং ইব্রাহিম প্রধানকে সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

বিএনপি ক্ষমতায় গেলে ভারতের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে: আমীর খসরু

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর চান্দনা ডাকঘরের জায়গা দখল মুক্ত 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। তিনি নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে দলকে সংগঠিত ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন- মোহাম্মদ সোলাইমান আলম, আশরাফী হাবীবুল্লাহ, খাইরুল আলম মিন্টু, ফরিদ আহমেদ মৃধা, আলমগীর হোসেন স্বপন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমানসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনপি সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির উভয় আহ্বায়ক কমিটিকে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ রূপে গঠন করা হবে।

ঢাকা/রফিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

১১ বছর পর মানিব্যাগ পাওয়া গেল বহুদূরে মিনেসোটায়

যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত গাড়ি নির্মাতা শ্রমিক রিচার্ড গিলফোর্ড এক মধ্যরাতে ফেসবুকে অচেনা এক ব্যক্তির খুদে বার্তা পেয়ে অবাক হয়ে যান। বার্তায় লেখা ছিল, ‘আপনি কি কয়েক বছর আগে আপনার মানিব্যাগ হারিয়েছেন? এটি একটি গাড়ির ইঞ্জিনে ছিল।’

রিচার্ডের কাছে এই খবর একেবারেই অবিশ্বাস্য ছিল। কারণ, প্রায় ১১ বছর আগে মিশিগানে মানিব্যাগটি হারিয়েছিলেন তিনি। এত বছর পর সেটি উদ্ধার হলো মিনিসোটার লেক ক্রিস্টালের একটি গাড়ি মেরামতের দোকানে। গত জুন মাসে গাড়ি মেরামতকারী চ্যাড ভল্ক এটি খুঁজে পেয়ে রিচার্ডকে ফেসবুকে বার্তা পাঠান।

মানিব্যাগটিতে ছিল ১৫ ডলার, ড্রাইভার লাইসেন্স, কর্মপরিচয়পত্র, ২৭৫ ডলারের গিফট কার্ড এবং একটি লটারি টিকিট।

বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানায় কাজ করতেন রিচার্ড। ২০১৪ সালে বড়দিনে ওই কারখানায় কাজ করার সময় তাঁর মানিব্যাগটি শার্টের পকেট থেকে পড়ে যায়। সে সময় তিনি কারখানায় থাকা ৩০ থেকে ৪০টি গাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও মানিব্যাগটি পাননি। পরে হাল ছেড়ে দেন।

এখন রিচার্ড গিলফোর্ডের বয়স ৫৬ বছর। ৩৫ বছরের কর্মজীবন শেষে ২০২৪ সালে তিনি অবসর নেন। মানিব্যাগটির কথা তিনি অনেক বছর আগেই ভুলে গিয়েছিলেন। চ্যাড ভল্কের বার্তা পাওয়ার পর সেটির কথা আবার মনে পড়ে তাঁর। চ্যাড তাঁকে মানিব্যাগ এবং রিচার্ডের ড্রাইভিং লাইসেন্স পাঠান। ওই লাইসেন্সে নিজের কম বয়সের ছবি দেখে আপ্লুত হয়ে পড়েন রিচার্ড।

চ্যাড ভল্ক জানান, ২০১৫ সালের ফোর্ড এজ সিরিজের একটি গাড়ির ইঞ্জিন বে-তে ট্রান্সমিশন ও এয়ার ফিল্টার বক্সের মধ্যে আটকে থাকা অবস্থায় মানিব্যাগটি খুঁজে পান তিনি। তখন পর্যন্ত গাড়িটি ১ লাখ ৫১ হাজার মাইল চলেছে। চ্যাড বলেন, ‘গাড়িটি মেরামতের পর ফিল্টার বক্স ঠিকমতো বসছিল না। পরে আমি দেখতে পাই, সেখানে একটি মানিব্যাগ পড়ে আছে।

রিচার্ড বলেন, ‘এত বছর ধরে মানিব্যাগটি ঠিক আছে। এটি অত্যন্ত আশ্চর্যজনক। তিনি আরও বলেন, মানিব্যাগে যা যা ছিল, সবকিছু সেভাবেই রেখে দেব। এটি আমাদের ঘরের ক্যাবিনেটে সংরক্ষণ করে রাখা হবে। আমার সন্তানেরা ভবিষ্যতে এটির গল্প তাদের সন্তানদের বলবে।’

সম্পর্কিত নিবন্ধ