কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির ২ আহ্বায়ক কমিটি গঠন
Published: 13th, May 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির উপজেলা ও পৌর শাখার দুইটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় কমিটিগুলোর ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে মো. হুমায়ূন কবির মাস্টারকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব করা হয়েছে।
অন্যদিকে, মোহাম্মদ হোসেন আরমান মাস্টারকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এবং ইব্রাহিম প্রধানকে সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করা হয়।
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতায় গেলে ভারতের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে: আমীর খসরু
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর চান্দনা ডাকঘরের জায়গা দখল মুক্ত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। তিনি নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে দলকে সংগঠিত ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন- মোহাম্মদ সোলাইমান আলম, আশরাফী হাবীবুল্লাহ, খাইরুল আলম মিন্টু, ফরিদ আহমেদ মৃধা, আলমগীর হোসেন স্বপন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমানসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিএনপি সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির উভয় আহ্বায়ক কমিটিকে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ রূপে গঠন করা হবে।
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র উপজ ল সদস য
এছাড়াও পড়ুন:
ছবির গল্প-রসালো ফল জামরুল
২ / ৮কুঁড়ি থেকে দিনে দিনে পরিপক্ব হচ্ছে জামরুল