লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গলা কেটে এক নারীকে হত্যা
Published: 14th, May 2025 GMT
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ওই নারীর নাক ও গলায় থাকা সোনার গয়না লুট করার অভিযোগও উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম তাজিয়া বেগম। তিনি কালুপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। পুলিশের ধারণা করা হচ্ছে, সোনার গয়না লুট করার সময় ধস্তাধস্তির মধ্যে বটি দিয়ে কুপিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় তাজিয়া বেগমের স্বামী আবদুল মান্নান বাড়িতে ছিলেন না। ঘরে তাজিয়া একা ছিলেন। এই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাঁকে গলা কেটে হত্যা করেছেন। মান্নান বাড়ি ফিরে দেখেন রান্নাঘরের মেঝেতে স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন।
আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তাঁর স্ত্রী তাজিয়া বেগম রান্নাঘরে কাজ করছিলেন। দুর্বৃত্তরা তাজিয়া বেগমকে হত্যার পর তাঁর গলায় ও নাকে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ধারালো বটি দিয়ে গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহত নারীর মুখ ও গলার চার-পাঁচটি স্থানে ধারালো বটির জখম রয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে থেকে কিছু আলামত জব্দ করেছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ