মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষা ২৩ মে
Published: 15th, May 2025 GMT
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনটি পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মচারী নিয়োগের জন্য নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষা ২৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান/ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের তালিকা দেখা যাবে এই লিংকে।
আরও পড়ুনবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ১৩ মে ২০২৫পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট (রঙিন) করার জন্য প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। প্রার্থী প্রবেশপত্রটি নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ৩১ মে সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ মিনিট পর্যন্ত সরকারি বাংলা কলেজ, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে করুন আবেদন, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ১৪ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের বাজারে টেকনোর নতুন দুই ল্যাপটপ
দেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস মডেলের ল্যাপটপ এনেছে টেকনো। ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার ল্যাপটপ দুটিতে ইন্টেলের ১৩তম প্রজন্মের ও এএমডি রাইজেন প্রসেসর থাকায় একই সঙ্গে একাধিক কাজ করা যায়। ল্যাপটপ দুটির দাম যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা ও ৬৩ হাজার টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেগাবুক টিওয়ান ১৪ মডেলের ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ৬৫ ওয়াট জিএএন সুপার–ফাস্ট চার্জার থাকায় ল্যাপটপটি দ্রুত চার্জ করা যায়। ল্যাপটপটির ব্রাইটনেস ৩০০ নিটস এবং অ্যাসপেক্ট রেশিও ১৬ বাই ১০, ফলে সহজেই উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। টেকনো ভোক সাউন্ড সিস্টেমের পাশাপাশি ল্যাপটপটিতে ডিটিএস এক্স আলট্রা ইমারসিভ সাউন্ডের সুবিধাও রয়েছে।
মেগাবুক কে১৬এস মডেলের ল্যাপটপেও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা ও ১৬ গিগাবাইট র্যাম রয়েছে, যা চাইলে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। শক্তিশালী ব্যাটারিযুক্ত ল্যাপটপটিতে ডিটিএস স্পিকারসহ টেকনো পিসি ম্যানেজার থাকায় দ্রুতগতিতে বিভিন্ন কাজ করা যায়।