অপেক্ষার প্রহর শেষ প্রায়। প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ জয়ের দ্বারপ্রান্তে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কার্যত শিরোপার বন্দরে নোঙর করেছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।

স্কোরলাইনই বলছে, প্রিমিয়ার লিগ থেকে গত ম্যাচেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩ পয়েন্ট পেতে কোনো সমস্যাই হয়নি মোহামেডানের। ৪ গোলের ২টি করেছেন এমানুয়েল সানডে। বাকি দুই গোলও দুই বিদেশির—দিয়াবাতে ও মোজাফফরভ।

১৮ ম্যাচের লিগে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ১৪ ম্যাচে ২৮ পয়েন্টে।

আরও পড়ুননেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ৩৫ মিনিট আগে

পরিস্থিতি এখন এমন—আগামী মঙ্গলবার কুমিল্লায় রহমতগঞ্জকে হারালে দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলবে মতিঝিলের ক্লাবটি। তবে আগামীকাল কুমিল্লায় যদি ১৫তম রাউন্ডে ফর্টিস এফসির কাছে আবাহনী হেরে যায়, তাহলে কালই নিশ্চিত হয়ে যাবে মোহামেডানের শিরোপা জয়। তিন ম্যাচ বাকি থাকতে তখন দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান দাঁড়াবে ১০। তাই এখন শুধু সময়ের অপেক্ষা মোহামেডানের। দলটির সমর্থকদের মুখে আগাম বিজয়ের হাসি।

আজকের ম্যাচে ২৯ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে।

বিরতির পর প্রথম মিনিটেই আরেক বিদেশি মোজাফফরভ দারুণ এক শটে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সানডে। ৪-০ হওয়ার পর চট্টগ্রাম আবাহনীর সুমন ৪-১ করেন।

গত পাঁচ মৌসুম ধরে লিগ শিরোপার একচ্ছত্র অধিপতি ছিল বসুন্ধরা কিংসের। এবার তারা ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে নেই। পয়েন্ট টেবিলে অবস্থান তিনে। আজ কিংস ১৫তম রাউন্ডে মুখোমুখি হয়েছে বাংলাদেশ পুলিশ এফসির। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়।

আরও পড়ুনমোস্তাফিজ আইপিএলে চলে যাবেন বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি

এবারের কানে চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ‘Mission: Impossible — The Final Reckoning’-এর প্রিমিয়ারে অভিনেত্রী হ্যালি বেরি নতুন নিয়মের সঙ্গে তাল মিলিয়ে নজর কাড়লেন অনন্য এক স্টাইলে। শুরু থেকেই উৎসব কর্তৃপক্ষ এবার বেশ কিছু কড়াকড়ি নিয়ম চালু করেছে। যেমন অতিরিক্ত লম্বা ট্রেনযুক্ত গাউন বা অতিরিক্ত খোলামেলা পোশাক নিষিদ্ধ। ফলে বেরিকে শেষ মুহূর্তে তার পোশাক পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। 

এই নতুন পরিস্থিতিতে বেরি বেছে নেন ডিজাইনার Celia Kritharioti-এর তৈরি একটি কাঠামোগত হাই-লো কাটের গাউন। এর উপরের অংশ ছিল কালো রঙের, স্ট্র্যাপলেস ও সুগঠিত, আর নিচের অংশে ছিল একটি পিঙ্ক জিঞ্জার প্রিন্টের ভলিউমিনাস স্কার্ট, যা ছিল  গোড়ালির খানিক ওপর পর্যন্ত। 

জুতোগুলি ছিল কালো রঙের, পয়েন্টেড টো এবং উঁচু স্টিলেটো হিলে তৈরি। বিশেষ আকর্ষণ ছিল তার মুক্তার মতো চকচকে  ডিজাইনের অ্যাঙ্কল স্ট্র্যাপ, যা তার লুকের মাঝে এনে দিয়েছে  চমকপ্রদ ছোঁয়া। সাধারণত কান উৎসবের লম্বা গাউনের নিচে জুতো লুকিয়ে থাকে, কিন্তু বেরি এবার ব্যতিক্রমীভাবে জুতোকেই দারুণভাবে প্রদর্শন করলেন। 

ছিল পরিমিত গহনা। শুধু একটি ঝলমলে ওপাল রঙের স্টেটমেন্ট নেকলেস। মেকআপ ছিল উষ্ণ টোনে। ব্রোঞ্জ আইশ্যাডো, সফট ম্যাট লিপস্টিক এবং হালকা কনট্যুরড গাল। চুল ছিল হালকা কোঁকড়ানো প্লে-ফুল বব কাটে, যা পুরো লুককে করে তোলে আরও তরতাজা ও আধুনিক।

 গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ

  • ১৭ বছর পর জোলিময় হয়ে উঠলো কানের লাল গালিচা
  • ১৭ বছর পর লাল গালিচায় হয়ে উঠলো জোলিময়
  • কানে নতুন পরিচয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট, নজর কাড়লেন ফটোকলে
  • নতুন পরিচয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট, নজর কাড়লেন ফটোকল ইভেন্টে 
  • মধুখালীর আগাম লিচুতে খরার ধাক্কা, তবু চাষিদের মুখে উৎসবের হাসি
  • পাঠাও নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইবে-এ’ ক্যাম্পেইন
  • নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি