২ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ ‘এ’ দল পিছিয়ে ছিল ৭ রানে। সিলেটে প্রথম বেসরকারি টেস্টের তৃতীয় দিনে আজ তা পার করতে পেরেছে নুরুল হাসানের দল। প্রথম ইনিংসে ১২ রানের লিডও নিয়েছে।

তবে নিক কেলির সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলকে বড় লক্ষ্য দেওয়ার পথে নিউজিল্যান্ড ‘এ’। আগামীকাল শেষ দিনে ৫ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে থেকে খেলতে নামবে সফরকারীরা।

বাঁহাতি স্পিনার হাসান মুরাদ দ্রুত ৩ উইকেট নিলেও অধিনায়ক জো কার্টারের ফিফটি ও কেলির অপরাজিত ১১৭ রানের সুবাদে ভালোভাবেই পরিস্থিতি সামলে ওঠে কিউইরা।

১ রানে অপরাজিত থেকে গতকাল দ্বিতীয় দিন শেষ করা ইবাদত হোসেন আজ ১২ রান করে আউট হন। তাঁর সঙ্গী মুরাদ ১৫ রান রানে অপরাজিত থেকে যান। শেষ ব্যাটসম্যান এনামুল হক ৫ রানে ফিরলে বাংলাদেশ অলআউট হয় ২৬৮ রানে।

হাসান মুরাদ ৩ উইকেট নিয়েছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

কোলন ক্যানসার প্রতিরোধে যেসব খাবার এড়িয়ে চলবেন

কোন খাবার কীভাবে খাবেন

মাছ-মাংস উচ্চ তাপমাত্রায় রান্নার সময় হেটেরোসাইক্লিক অ্যামাইনস ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামের যৌগ তৈরি হয়। বিশেষ করে গ্রিল, আগুনে ঝলসানো কাবাব বা উচ্চ তাপে কিছু ভাজার সময় এসব যৌগ বেশি তৈরি হয়। এসব যৌগ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই মাছ-মাংস পুড়িয়ে, ঝলসিয়ে বা ফ্রাই করে না খেয়ে ঝোল করে রান্না করে খেতে হবে।

উচ্চ তাপমাত্রায় ভাজা বা বেক করা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই, ক্র্যাকার, চিপস ও তেলে ভাজা বিস্কুটে অ্যাক্রিলামাইড তৈরি হয়। যেসব খাবার দুইবারের বেশি ভাজা হয়, তাতে অ্যাক্রিলামাইড তৈরির হার বেশি। এমন খাবার নিয়মিত খেলে পরিপাকতন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ে।

প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

সম্পর্কিত নিবন্ধ