ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার পর আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে  সচিবালয়ের দিকে যান। তাঁরা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।  

সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। তবে আন্দোলনকারীরা ওই সব ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সমানে যাওয়ার চেষ্টা করেননি।

এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। সেখান থেকে বেলা ১১টার দিকে তাঁরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।

সচিবালয়ের সামনে ব্যারিকেড। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন বিক্ষোভকারীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন ইশর ক

এছাড়াও পড়ুন:

বন্দরে যুবতী তানহা নিখোঁজ

বন্দরে বাসা থেকে বের হয়ে তানহা আক্তার (২১) নামে এক যুবতী  নিখোঁজ হয়েছে। নিখোঁজ তানহা আক্তার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাসুদ খানের মেয়ে।

এ ব্যাপারে নিখোঁজ যুবতীর  মামা ইব্রাহিম খলিল বাদী হয়ে বুধবার (২ জুলাই) বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৬৮।

এর আগে গত মঙ্গলবার (১ জুলাই) সকাল ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দাস্থ এলাকা থেকে বের হয় ওই যুবতী নিখোঁজ হয়।

পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবতীকে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
 

সম্পর্কিত নিবন্ধ