ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, সচিবালয়ের সামনে ব্যারিকেড, আবার নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা
Published: 17th, May 2025 GMT
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার পর আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তাঁরা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। তবে আন্দোলনকারীরা ওই সব ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সমানে যাওয়ার চেষ্টা করেননি।
এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। সেখান থেকে বেলা ১১টার দিকে তাঁরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।
সচিবালয়ের সামনে ব্যারিকেড। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন বিক্ষোভকারীরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চার দিন রিমান্ড শেষে মমতাজ কারাগারে
চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় মমতাজ বেগমকে চার দিন রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। পরে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শিল্পী মমতাজ। পুলিশ জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার১২ মে ২০২৫লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।