সাইকেল উপহার পেয়ে মারিয়া বললেন, ‘স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেলাম’
Published: 17th, May 2025 GMT
দৌড়, সাঁতার ও সাইকেলচালনা—এই তিন রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয় ‘আয়রনম্যান’ প্রতিযোগিতা। বাংলাদেশে প্রথম নারী হিসেবে গত বছরই ‘আয়রনম্যান ৭০.৩’ বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন ক্রীড়াবিদ ফেরদৌসী আক্তার মারিয়া; কিন্তু আয়রনম্যানে অংশ নিতে যে বিশেষ সাইকেল দরকার হয়, তা এত দিন ছিল না মারিয়ার। আজ তেমন সাইকেলই উপহার পেলেন তিনি।
সার্ভেলো ব্র্যান্ডের পি সিরিজের ডিপ ব্লু সানসেট সাইকেলটি হাতে পেয়ে উচ্ছ্বসিত মারিয়া বলেন, ‘সাইকেলটি হাতে পেয়ে মনে হচ্ছে, স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেলাম। বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতার জন্য অনেক দিন থেকেই অনুশীলন করছি, সাইক্লিংয়ের অংশটিও এখন অনুশীলন করতে পারব। যাঁরা আমাকে সাইকেলটি দিলেন, তাঁদের ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য প্রথম আলোর প্রতিও কৃতজ্ঞতা।’
আয়রনম্যান প্রতিযোগিতায় যে বিশেষ সাইকেল দরকার হয়, তেমন সাইকেলই উপহার পেলেন মারিয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি : ডিসি
বন্দরে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে নিজ হাতে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ কালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি। আর বৃক্ষ রোপন হলো ছদকায়ে জারিয়া। আমরা বনজ-ফলজ সব ধরনের গাছ রোপণ করে যাব।
বৃক্ষ রোপনকালে ওই সময় তার সাথে ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।
মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্তাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মুছাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা মেম্বার খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার ও পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।