দৌড়, সাঁতার ও সাইকেলচালনা—এই তিন রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয় ‘আয়রনম্যান’ প্রতিযোগিতা। বাংলাদেশে প্রথম নারী হিসেবে গত বছরই ‘আয়রনম্যান ৭০.৩’ বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন ক্রীড়াবিদ ফেরদৌসী আক্তার মারিয়া; কিন্তু আয়রনম্যানে অংশ নিতে যে বিশেষ সাইকেল দরকার হয়, তা এত দিন ছিল না মারিয়ার। আজ তেমন সাইকেলই উপহার পেলেন তিনি।

সার্ভেলো ব্র্যান্ডের পি সিরিজের ডিপ ব্লু সানসেট সাইকেলটি হাতে পেয়ে উচ্ছ্বসিত মারিয়া বলেন, ‘সাইকেলটি হাতে পেয়ে মনে হচ্ছে, স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেলাম। বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতার জন্য অনেক দিন থেকেই অনুশীলন করছি, সাইক্লিংয়ের অংশটিও এখন অনুশীলন করতে পারব। যাঁরা আমাকে সাইকেলটি দিলেন, তাঁদের ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য প্রথম আলোর প্রতিও কৃতজ্ঞতা।’

আয়রনম্যান প্রতিযোগিতায় যে বিশেষ সাইকেল দরকার হয়, তেমন সাইকেলই উপহার পেলেন মারিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী নারীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি পানি বিক্রি করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার  প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ