দৌড়, সাঁতার ও সাইকেলচালনা—এই তিন রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয় ‘আয়রনম্যান’ প্রতিযোগিতা। বাংলাদেশে প্রথম নারী হিসেবে গত বছরই ‘আয়রনম্যান ৭০.৩’ বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন ক্রীড়াবিদ ফেরদৌসী আক্তার মারিয়া; কিন্তু আয়রনম্যানে অংশ নিতে যে বিশেষ সাইকেল দরকার হয়, তা এত দিন ছিল না মারিয়ার। আজ তেমন সাইকেলই উপহার পেলেন তিনি।

সার্ভেলো ব্র্যান্ডের পি সিরিজের ডিপ ব্লু সানসেট সাইকেলটি হাতে পেয়ে উচ্ছ্বসিত মারিয়া বলেন, ‘সাইকেলটি হাতে পেয়ে মনে হচ্ছে, স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেলাম। বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতার জন্য অনেক দিন থেকেই অনুশীলন করছি, সাইক্লিংয়ের অংশটিও এখন অনুশীলন করতে পারব। যাঁরা আমাকে সাইকেলটি দিলেন, তাঁদের ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য প্রথম আলোর প্রতিও কৃতজ্ঞতা।’

আয়রনম্যান প্রতিযোগিতায় যে বিশেষ সাইকেল দরকার হয়, তেমন সাইকেলই উপহার পেলেন মারিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাইকেল উপহার পেয়ে মারিয়া বললেন, ‘স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেলাম’

দৌড়, সাঁতার ও সাইকেলচালনা—এই তিন রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয় ‘আয়রনম্যান’ প্রতিযোগিতা। বাংলাদেশে প্রথম নারী হিসেবে গত বছরই ‘আয়রনম্যান ৭০.৩’ বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন ক্রীড়াবিদ ফেরদৌসী আক্তার মারিয়া; কিন্তু আয়রনম্যানে অংশ নিতে যে বিশেষ সাইকেল দরকার হয়, তা এত দিন ছিল না মারিয়ার। আজ তেমন সাইকেলই উপহার পেলেন তিনি।

সার্ভেলো ব্র্যান্ডের পি সিরিজের ডিপ ব্লু সানসেট সাইকেলটি হাতে পেয়ে উচ্ছ্বসিত মারিয়া বলেন, ‘সাইকেলটি হাতে পেয়ে মনে হচ্ছে, স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেলাম। বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতার জন্য অনেক দিন থেকেই অনুশীলন করছি, সাইক্লিংয়ের অংশটিও এখন অনুশীলন করতে পারব। যাঁরা আমাকে সাইকেলটি দিলেন, তাঁদের ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য প্রথম আলোর প্রতিও কৃতজ্ঞতা।’

আয়রনম্যান প্রতিযোগিতায় যে বিশেষ সাইকেল দরকার হয়, তেমন সাইকেলই উপহার পেলেন মারিয়া

সম্পর্কিত নিবন্ধ