রাজশাহীর গোদাগাড়ীতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় দেড় মাস পর তাঁর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল।

গ্রেপ্তার রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। নিহত কাউসার আহমেদ ওরফে রকি (২৫) তাঁর ভাতিজা। গত ১ এপ্রিল দুপুরে রবিউলের হাঁসুয়ার কোপে প্রাণ হারান তিনি।

রবিউল ইসলামকে গ্রেপ্তার করার বিষয়টি আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। এতে বলা হয়েছে, ১ এপ্রিল রবিউল গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। র‌্যাব-৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার কারণে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, চাচাতো বোন পানি না দেওয়ায় চড় মেরেছিলেন কাউসার। এর জেরে চাচা রবিউলের হাঁসুয়ার কোপে মারা যান কাউসার। আসামিকে ঢাকা থেকে আনা হচ্ছে। তাঁকে আজ আদালতে সোপর্দ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএসে ক্যাডার হয়েছেন রাবির অন্তত ৬০ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪৪তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বিভাগের অন্তত ৬০ শিক্ষার্থী।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএসের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

সুপারিশ প্রাপ্তদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের মেহেদী হাসান (পঞ্চম), জহির রায়হান, অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি ও ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গোলাম কিবরিয়া আকাশ, আইসিই বিভাগের শামিমা আক্তার, ইংরেজি বিভাগের রিজওয়ানা শতভী, মার্কেটিং বিভাগের আরিফ ইশতিয়াক, ইইই বিভাগের রিয়াদ খান এবং এসিসিই বিভাগের আব্দুল্লাহ আল মামুন।

আরো পড়ুন:

বাঁচতে চান তিতুমীর কলেজ শিক্ষার্থী শ্রাবণী 

রাবি ফোকলোর বিভাগ সংস্কারের দাবিতে ফের বিক্ষোভ

পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের মুজাহিদুল ইসলাম (দশম), প্রাণ রসায়ন ও অণুপ্রান বিজ্ঞান বিভাগের তানভীর আনজুম (১৮তম) ও ইইই বিভাগের রাকিব রবিন। পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের এসএম সোহেল রানা (চতুর্থ)।

এছাড়াও কারিগরি শিক্ষা ক্যাডার হয়েছেন ম্যানেজম্যন্ট স্টাডিজ বিভাগের নাজমুল জাহিদ ও এনামুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের তমা রায়, ইংরেজি বিভাগের ইসলাম শশী ও শাহাদাত হেসেন শিমুল।

শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের আব্দুল হাকিম পাটোয়ারী (প্রথম), বাদশা রায়হান ও রফিকুল ইসলাম, দর্শন বিভাগের শাহাদুজ্জামান শিশির (দ্বিতীয়), জাহাঙ্গীর আলম নিশান, সাইফুল আল আমান, রাসেল আহমেদ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের নাজমুল হাসান শাওন, বাংলা বিভাগের রাফিউল আলম, খালেদা ফেরদৌস লিমু, ইংরেজি বিভাগের ফুয়াদ হাসান শিশির, ইনজামুল হক মিল্লাত, আব্দুর রশীদ, গণিত বিভাগের সোহান আলী, শাহজাদা আল মামুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আক্তারুজ্জামান সুজন, আক্তারুজ্জামান রনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাবিব উল্লাহ, আল আমিন হোসাইন, ইমরান শেখ, ফলিত গণিত বিভাগের রাকিবুল হাসান,নাজমুল হাসান এবং প্রণিবিদ্যা বিভাগের রাজিয়া সুলতানা ইভা।

লাইভস্টক ক্যাডারে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের শুভ কুমার (তৃতীয়), সেলিম হোসেন, জুপি সরকার, ফাতেমাতুল জান্নাত, গোলাম সরওয়ার সজল, মাহাবুবুর রহমান, মো. শেখ সাদি, আল মামুন জুয়েল, ফয়সাল ইসলাম, পারভেজ হোসেন। টানা দুইবার লাইভস্টক ক্যাডার হয়েছেন একই বিভাগের মোহাম্মদ রুবেল।

এছাড়াও আনসার ক্যাডার হয়েছেন ইংরেজি বিভাগের শাহারিয়ার রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পারভেজ মিয়াজি। খাদ্য ক্যাডার হয়েছেন বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়েলজি বিভাগের মাহমুদুল হাসান।

পররাষ্ট্র ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। পরিবার, আত্মীয়-স্বজন সবাই অনেক খুশি। বাবা-মা অনেক খুশি। আমার স্ত্রীও অনেক খুশি। সবার থেকে ভালো রেসপন্স পাচ্ছি।”

নিয়োগপ্রাপ্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লেখেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমাদের এই গৌরবময় সাফল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি আরো লেখেন, “এই অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গৌরবকে আরো সমুন্নত করেছে। আশা করি, এই সফলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আগামীর চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ