আধুনিক সমাজ ও আত্মপরিচয়ের টানাপড়েন নিয়ে নির্মিত ‘উনপুরুষ’ নাটকটি আবারো মঞ্চে আসছে। নাটকটি মঞ্চস্থ করবে নবরস নৃত্য ও নাট্যদল। আগামী ২৪ মে সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নবরস ২০১৮ সালে গঠিত হলেও বহু প্রস্তুতি ও সাধনার পর ২০২৩ সালে তাদের প্রথম প্রযোজনা হিসেবে ‘উনপুরুষ’ নাটকটি মঞ্চে আনে। নাটকটি এমন এক মানুষের গল্প, যিনি সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তার নিজস্ব আত্মপরিচয়ের খোঁজে। পরিচয়ের স্বীকৃতি না পাওয়ায় তার জীবন হয়ে ওঠে দোটানা ও দ্বন্দ্বে ভরা।
নাট্যকার অপু মেহেদী বলেন, “জন্মসূত্রে প্রাপ্ত পরিচয়ই মানুষের চূড়ান্ত পরিচয় নয়। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা, অনুভূতি আর আত্মোপলব্ধির মধ্য দিয়েই গড়ে ওঠে প্রকৃত আত্মপরিচয়। কিন্তু এই পথ সমাজ সহজে গ্রহণ করে না বলেই অনেকেই হয়ে ওঠেন বিপন্ন।”
আরো পড়ুন:
শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’
রুনা খানের বাবা মারা গেছেন
নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। তিনি বলেন, “সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার প্রয়াস থেকেই ‘উনপুরুষ’-এর মঞ্চায়ন। এই ধরনের বিষয়ভিত্তিক নাটক আমাদের মঞ্চে খুব কমই দেখা যায়। দর্শকদের জন্য এটি একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে বলেই বিশ্বাস করি।”
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চনাটকের পরিচিত মুখ সালমান শুভ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, সালমা শুভ চৌধুরী, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন।
‘উনপুরুষ’ নাটকের বিষয়বস্তু ও উপস্থাপনাভঙ্গি নতুন প্রজন্মের দর্শকদের মাঝে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছে নাট্যদলটি। যারা ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি অনন্য সন্ধ্যা।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।