মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ড
Published: 18th, May 2025 GMT
রাজধানীর মিরপুরে শ্যামল পল্লীর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাজাহান হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’
বস্তির বাসিন্দারা জানান, হঠাৎ বস্তিতে আগুন লাগে। এসময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন রক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ মালামাল সরানোর চেষ্টা করেন তারা। আগুনে বেশ কিছু আধা পাকা ঘর পুড়ে গেছে।
আরো পড়ুন:
ভারতে আবাসিক ভবনে আগুন, ১৭ জন নিহত
কুমিল্লায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ
ঢাকা/এমআর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলির ঘটনায় কে এই ফয়সাল করিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গতকাল পুরানা পল্টনে গুলি করা হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।