নোয়াখালীর ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে চুনাপাথরবাহী একটি লাইটার জাহাজ আজ রোববার দুপুরে ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ইয়া ইলাহি। দুর্ঘটনার পর ১২ নাবিক কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযানে ওঠে রক্ষা পান। ডুবে যাওয়া জাহাজটি ৮৫০ টন চুনাপাথর নিয়ে মোংলায় যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক মো.

সাবুর খান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এমভি ইয়া ইলাহি জাহাজটি আজ দুপুর ১২টার দিকে ভাসানচরের কাছাকাছি ওসমান-৩ লাইটেড বয়া পয়েন্ট অতিক্রম করার সময় তলদেশে ফাটল ধরায় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এ সময় সাগর ছিল উত্তাল।

সাবুর খান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থল বয়া দিয়ে চিহ্নিত করার জন্য একটি জাহাজ পাঠানো হয়েছে। কাল সোমবার সকালে সেখানে বয়া দিয়ে চিহ্নিত করা হবে, যাতে অন্য জাহাজগুলো দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে পারে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ