সংস্কার কমিশন গঠন-নানা মিটিং সবই লোকভুলানো সময়কাটানো খেলা: আনু মুহাম্মদ
Published: 19th, May 2025 GMT
সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন, রিপোর্ট, নানা মিটিং, প্রতিশ্রুতি সবই লোকভুলানো সময়কাটানো খেলা বলে জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। তবে তার ফেসবুক আইডিটি ভেরিফায়েড না।
অধ্যাপক আনু মুহাম্মদ ফেসবুক পোস্টে বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কোনো কর্তাব্যক্তির ভাবসাব, কথাবার্তা ও কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিস্টদের ছায়া পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর, করিডোর, সমরাস্ত্র কারখানা, অস্বচ্ছ তড়িঘড়ি এলএনজি আমদানি চুক্তি, স্টারলিংক চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাপ, জবরদস্তি, গোপন গোপন ভাব, মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে।
সংস্কার কমিশন গঠন-নানা মিটিং সবই লোকভুলানো সময়কাটানো খেলা উল্লেখ করে তিনি বলেন, মনে হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন, রিপোর্ট, নানা মিটিং, প্রতিশ্রুতি সবই হচ্ছে লোকভুলানো সময়কাটানো খেলা। না হলে অনেকগুলো প্রয়োজনীয় সংস্কারের কাজ এরমধ্যে অগ্রসর হতে পারতো। তাদের মনোযোগ জনপন্থী সংস্কারে নয়, অন্যত্র।
অধ্যাপক আনু মুহাম্মদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব চলবে না।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকৌশল অনুষদের অধীনে ডিপার্টমেন্ট অব রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নামে নতুন বিভাগ চালু করেছে। স্প্রিং ২০২৬ সেমিস্টার থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হচ্ছে। ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং—একটি ভবিষ্যৎমুখী প্রোগ্রাম, যা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ইনোভেশন, অটোমেশন এবং ইন্টেলিজেন্ট সিস্টেমের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এ প্রোগ্রামে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে মূল কোর্সেও পাশাপাশি মেজর ও মাইনর কোর্সেও পাঠদান করা হবে।
রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক প্রোগ্রাম শিক্ষার্থীদের রোবোটিকস, ইলেকট্রনিকস, মেকানিক্স, কন্ট্রোল সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এমবেডেড কম্পিউটিং-এর সমন্বয়ে অত্যাধুনিক জ্ঞান এবং বাস্তব-জগতের দক্ষতা প্রদান করবে। রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ৪ বছরের একটি ১৫৪-ক্রেডিট কোর্স এবং পরবর্তী সেমিস্টার (স্প্রিং -২০২৬) থেকে এটি চালু হতে চলেছে। এটি একটি তিন সেমিস্টারের প্রোগ্রাম (স্প্রিং, সামার এবং ফল) ।
স্প্রিং সেমিস্টারের সময়কাল জানুয়ারি থেকে এপ্রিল, সামার সেমিস্টারের সময়কাল মে থেকে আগস্ট এবং ফল সেমিস্টারের সময়কাল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এ প্রোগ্রামে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে মূল কোর্সের পাশাপাশি মেজর ও মাইনর কোর্সও পাঠদান করা হবে।
আরও পড়ুনবিনা মূল্যে জেমিনি ব্যবহার: সিঙ্গাপুর–অস্ট্রেলিয়া–কানাডার শিক্ষার্থীদের মতো সুযোগ বাংলাদেশিদেরও১৩ নভেম্বর ২০২৫