সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন, রিপোর্ট, নানা মিটিং, প্রতিশ্রুতি সবই লোকভুলানো সময়কাটানো খেলা বলে জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। তবে তার ফেসবুক আইডিটি ভেরিফায়েড না। 

অধ্যাপক আনু মুহাম্মদ ফেসবুক পোস্টে বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কোনো কর্তাব্যক্তির ভাবসাব, কথাবার্তা ও কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিস্টদের ছায়া পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর, করিডোর, সমরাস্ত্র কারখানা, অস্বচ্ছ তড়িঘড়ি এলএনজি আমদানি চুক্তি, স্টারলিংক চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাপ, জবরদস্তি, গোপন গোপন ভাব, মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে। 

সংস্কার কমিশন গঠন-নানা মিটিং সবই লোকভুলানো সময়কাটানো খেলা উল্লেখ করে তিনি বলেন, মনে হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন, রিপোর্ট, নানা মিটিং, প্রতিশ্রুতি সবই হচ্ছে লোকভুলানো সময়কাটানো খেলা। না হলে অনেকগুলো প্রয়োজনীয় সংস্কারের কাজ এরমধ্যে অগ্রসর হতে পারতো। তাদের মনোযোগ জনপন্থী সংস্কারে নয়, অন্যত্র।

অধ্যাপক আনু মুহাম্মদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব চলবে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সময়ক ট ন ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

সংস্কার কমিশন গঠন-নানা মিটিং সবই লোকভুলানো সময়কাটানো খেলা: আনু মুহাম্মদ

সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন, রিপোর্ট, নানা মিটিং, প্রতিশ্রুতি সবই লোকভুলানো সময়কাটানো খেলা বলে জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। তবে তার ফেসবুক আইডিটি ভেরিফায়েড না। 

অধ্যাপক আনু মুহাম্মদ ফেসবুক পোস্টে বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কোনো কর্তাব্যক্তির ভাবসাব, কথাবার্তা ও কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিস্টদের ছায়া পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর, করিডোর, সমরাস্ত্র কারখানা, অস্বচ্ছ তড়িঘড়ি এলএনজি আমদানি চুক্তি, স্টারলিংক চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাপ, জবরদস্তি, গোপন গোপন ভাব, মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে। 

সংস্কার কমিশন গঠন-নানা মিটিং সবই লোকভুলানো সময়কাটানো খেলা উল্লেখ করে তিনি বলেন, মনে হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন, রিপোর্ট, নানা মিটিং, প্রতিশ্রুতি সবই হচ্ছে লোকভুলানো সময়কাটানো খেলা। না হলে অনেকগুলো প্রয়োজনীয় সংস্কারের কাজ এরমধ্যে অগ্রসর হতে পারতো। তাদের মনোযোগ জনপন্থী সংস্কারে নয়, অন্যত্র।

অধ্যাপক আনু মুহাম্মদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব চলবে না।

সম্পর্কিত নিবন্ধ

  • কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিস্টদের ছায়া পাওয়া যায়: আনু মুহাম্মদ