নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশ থেকে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে লোহাগড়া উপজেলার উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা লোহাগড়া থানার পুলিশে খবর দেন।

তবে পুলিশ ও স্থানীয় কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ জানিয়েছে, তাঁর পকেট থেকে একটি ছবি পাওয়া গেছে। ছবির সঙ্গে ওই মরদেহের চেহারার মিল রয়েছে। এ ছাড়া তাঁর পকেট থেকে কয়েকটি সিম কার্ড পাওয়া গেছে। ওই তরুণের বয়স ১৯ থেকে ২০ বছর। তাঁর গায়ে সাদা রঙের একটি শার্ট, নীল রঙের জুতা ও কালো প্যান্ট পরা ছিল। এ ছাড়া তাঁর হাতে সাদা রঙের একটি ব্রেসলেট রয়েছে।

আজ সকাল সাড়ে নয়টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রক ত ক ল হ গড় উপজ ল মরদ হ

এছাড়াও পড়ুন:

আইপিএলে কোহলিদের দলে জিম্বাবুয়ের মুজারাবানি 

আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয় যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি। ইংল্যান্ডের বিপক্ষে চার দিনের একমাত্র টেস্ট ম্যাচ খেলে বিরাট কোহলিদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।

বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির জায়গায় দলে নিচ্ছে ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার মুজারাবানিকে। কোহলিদের ক্যাম্পে ২৬ মে অর্থাৎ শেষ লিগ ম্যাচের আগে যোগ দেবেন তিনি। তাকে ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরু দলে নিচ্ছে বলে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে।

বেঙ্গালুরু এরই মধ্যে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তবে ফাইনালে উঠলে আবার মুজারাবানিকে হারাতে পারে দলটি। কারণ ইংল্যান্ড সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ জুন একমাত্র টেস্টের আরেকটি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ওই দিনই মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা টেস্টটি খেলবে। জিম্বাবুয়ে তাদের টেস্ট দলের সেরা ক্রিকেটার মুজারাবানিকে ওই ম্যাচে পেতে চাইবে। ডানহাতি এই পেসার জিম্বাবুয়ের হয়ে শেষ ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন।

মুজারাবানি এর আগে কখনো আইপিএলে খেলেননি। তবে লক্ষ্নৌ সুপার জায়ান্টের নেট বোলার ছিলেন তিনি। সে সময় লক্ষ্নৌর কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে তিনি বেঙ্গালুরুর কোচ। তিনিই পুরনো শিষ্যকে পুনরায় দলে ভিড়িয়েছেন। মুজারাবানি পূর্বে দুই বছরের কোলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডে কাউন্টি খেলেছেন। 

সম্পর্কিত নিবন্ধ