সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট ‘কোডেক্স’ আনল ওপেনএআই
Published: 19th, May 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে নিজ থেকে সফটওয়্যারের কোড লিখতে সক্ষম এআই এজেন্ট উন্মুক্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। ‘কোডেক্স’ নামের এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারে। শুধু তা–ই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করতে পারে।
ওপেনএআই জানিয়েছে, সফটওয়্যার নির্মাতাদের কাজ সহজ করতে কোডেক্স উন্মুক্ত করা হয়েছে। এআই এজেন্টটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রামের কোড লিখতে বা সংশোধন করতে পারে। এর ফলে দ্রুত সফটওয়্যার তৈরির পাশাপাশি সময় ও শ্রম বাঁচবে। কোডেক্স তৈরির উদ্দেশ্য কাউকে প্রতিস্থাপন করা নয়, বরং সফটওয়্যার প্রকৌশলীদের সক্ষমতা বাড়ানো।
আরও পড়ুনএআই কি সত্যিই সফটওয়্যারের শতভাগ কোড লিখে দেবে১৮ মার্চ ২০২৫কোডেক্স-১ নামের নতুন এআই মডেলের ওপর ভিত্তি করে কোডেক্স এআই এজেন্ট তৈরি করা হয়েছে। ‘ওথ্রি’ মডেলের উন্নত সংস্করণ হওয়ায় কোডেক্স-১ মডেলের মাধ্যমে নির্ভুলভাবে সফটওয়্যারের কোড লেখা যায়। শুধু তা–ই নয়, কোড বিশ্লেষণের পাশাপাশি আগের কোড লেখার ধরন অনুযায়ী নতুন কোড লিখতে সহায়তা করে মডেলটি।
ওপেনএআইয়ের তথ্যমতে, কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট প্রোগ্রাম লিখতে কোডেক্সের সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। এ সময় ব্যবহারকারীরা কোডেক্সের কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। কাজ শেষে কোডেক্স সংশ্লিষ্ট কোড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করবে। এর ফলে ব্যবহারকারীরা কোড সম্পাদনের পুরো প্রক্রিয়া যেকোনো সময় যাচাই করতে পারবেন।
সূত্র: ব্লিপিং কম্পিউটার, ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সফটওয় য র
এছাড়াও পড়ুন:
বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ
বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।
চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।
একনজরে
পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার
সংখ্যা: ২
যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+
অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)
বয়স: ৩৫ বছর
আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগেচাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন ফি: ৫০০ টাকা
যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫